Friday, May 2, 2025
Google search engine
Homeরাজনীতিফিলিস্তিনে গণহত্যা ও ভারতে মুসলিম নিপীড়নের প্রতিবাদে লাকসামে বিক্ষোভ মিছিল 

ফিলিস্তিনে গণহত্যা ও ভারতে মুসলিম নিপীড়নের প্রতিবাদে লাকসামে বিক্ষোভ মিছিল 

কুমিল্লার লাকসামে ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা, গণহত্যা, ও ভারতের নাগপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।

২১ মার্চ (শুক্রবার) জুম্মার নামাজের পর লাকসাম উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা দক্ষিণ-এর ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ শাখার উদ্যোগে শাখা সভাপতি মুহাম্মাদ সালাহ উদ্দীন শিহাব-এর সভাপতিত্বে বিক্ষোভ মিছিলটি নোয়াখালী রেলগেট (লাকসাম মধ্যবাজার) প্রদক্ষিণ করে বাইপাস চৌরাস্তায় গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় আলিয়া মাদরাসা সম্পাদক রশীদ আহমাদ রায়হান বলেন, তথাকথিত সভ্যতার ধ্বব্জধারি পশ্চিমারা আমাদেরকে মানবতা শিখাতে আসে। অথচ বিশ্বব্যপী যখন মুসলিম হত্যা হয় তখন তাদের মানবতা কোথায় থাকে?

শাখা সাধারণ সম্পাদক মুহাম্মাদ এনায়েতুল্লাহ’র সঞ্চালনায় বিক্ষোভ পরবর্তী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ শাখার উপদেষ্টা মাওলানা মোরশেদুল আলম, সহ-সভাপতি মাওলানা আহমাদ উল্লাহ খালিদ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ জিল্লুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ শাখার সহ-সভাপতি মুহাম্মাদ নূরে আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লাকসাম উপজেলা শাখার সদস্য সচিব আবদুল কাইয়ুম রিফাত, লাকসাম পৌর শাখার আহ্বায়ক মিনহাজুল ইসলামসহ প্রমুখ নেতৃবৃন্দ।


বক্তারা অবৈধ দখলদার ইসরায়েল বিমান হামলার প্রতিবাদ ও নিন্দা জানান। সেই সাথে অবিলম্বে এ হত্যাযজ্ঞ বন্ধ করতে কার্যকর পদক্ষেপ নিতে জাতিসংঘের প্রতি জোর দাবি জানান। এসময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সামাজিক, রাজনৈতিক, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments