Wednesday, April 23, 2025
Google search engine
Homeরাজধানীলাকসামে নিম্ন আয়ের মানুষদের জন্য মাস-ব্যাপী বিনামূল্যে গণ-ইফতার

লাকসামে নিম্ন আয়ের মানুষদের জন্য মাস-ব্যাপী বিনামূল্যে গণ-ইফতার

সমাজের পিছিয়ে পড়া সুবিধা বঞ্চিত নিম্ন আয়ের মানুষদের জন্য প্রতিবছর পুরো রমজান মাস জুড়ে বিনামূল্যে গণ-ইফতারের আয়োজন করে কুমিল্লার লাকসামের ‘মানবতার তরে মানবপ্রেমী’ নামের একটি সংগঠন এই এই মহতি কার্যক্রমের তত্ত্বাবধান করছেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার হামিদ

দিনমজুর, রিকশাচালক, ভ্যানচালক, পথচারী “সবার জন্য  ইফতার” শিরোনামে এই কর্মসূচি থাকে পুরো রমজান মাস জুড়ে। বিনামূল্যে গণ-ইফতারের ব্যতিক্রমী এই আয়োজন করে রীতিমতো দৃষ্টান্ত স্থাপন করলো সংগঠনটি।

গত ২২ মার্চ (শনিবার) উক্ত গণ-ইফতার কর্মসূচিতে সাধারণ মানুষের সাথে অংশগ্রহণ করেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার হামিদ।

এ সময় তিনি বলেন, সমাজের সুবিধাবঞ্চিত পিছিয়ে পড়া শ্রমজীবী এই খেটে খাওয়া মানুষদের সাথে ইফতার করতে পেরে আমার অত্যন্ত ভালো লাগছে। এটা আমার জীবনের ব্যতিক্রমী এক অভিজ্ঞতা।  এই মানুষগুলো কি ভাবছে? তারা কি দিয়ে ইফতার করছে ও তাদের মনোভাব কি এ ব্যাপারে তাদের সাথে কথা বলে ধারণা নেওয়া যায়। এমন ব্যতিক্রম উদ্যোগ নেওয়ায় আয়োজকদের ধন্যবাদ জানান তিনি। এবং বিত্তবানদের এমন মানবিক কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান।

গণ-ইফতারে অংশ নেওয়া এক পথচারী বলেন, সাধারণ মানুষের জন্য এমন আয়োজন সত্যিই বিরল! এখানে ধনী-গরীব সবাই মিলেমিশে একাকার, চলতি পথে এ ব্যতিক্রমী গণ-ইফতার দেখে আমিও শরিক হলাম,আমার অত্যন্ত ভালো লেগেছে। এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়।

আরেক বৃদ্ধ রিকশাচালক বলেন, আমরা প্রতিদিন এখানে উৎসবমুখর পরিবেশে সবার সাথে মিলেমিশে ইফতার করি। আমাদের মনেই হয় না যে আমরা রিকশা চালাক। এখানকার স্বেচ্ছাসেবীরা খুবই আন্তরিক,তারা আমাদের আন্তরিকতার সাথে প্রতিদিন এই সেবা দিয়ে যাচ্ছে। আল্লাহ তাদের ভালো করুক।

সংগঠনের সভাপতি মিজানুর রহমান বলেন, আমরা তিন বছর ধরে এই আয়োজন করে আসছি। আমরা লাকসামের শ্রমজীবী এবং পথচারী মানুষদের কথা চিন্তা করেই এই আয়োজন শুরু করেছিলাম। আলহামদুলিল্লাহ, প্রতিদিন শতাধিক মানুষ এখানে ইফতার করে। সংগঠনের সকল সদস্য, স্বেচ্ছাসেবী, শুভাকাঙ্ক্ষী এবং লাকসামের বিত্তবান ও সাধারণ মানুষের সহযোগিতায় এ আয়োজন করছি।

সাধারণ সম্পাদক সালাহুদ্দীন শিহাব বলেন, মানবতার তরে মানবপ্রেমী একটি মানবিক ও সামাজিক সংগঠন। দীর্ঘ সময় থেকে আমরা লাকসামে বিভিন্ন ধরণের মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছি। তারই অংশ হিসেবে আমরা মাসব্যাপী ইফতার আয়োজন করছি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments