২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে স্মৃতিচারণ অনুষ্ঠান করেছে উপজেলা প্রশাসন।
২৫ মার্চ লাকসাম উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটরিয়ামে লাকসাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাউছার হামিদের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার উপন্যাস চন্দ্রের পরিচালনায় উক্ত স্মৃতিচারণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মনোহর আলি তোতা, সাবেক কমান্ডার আব্দুল বারী মজুমদার, যুদ্ধকালীন অধিনায়ক মোহাম্মদ আলী, লাকসাম উপজেলা কৃষি অফিসার আল-আমিন প্রমুখ।
উক্ত স্মৃতিচারণ অনুষ্ঠানে লাকসাম উপজেলার মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও ছাত্রছাত্রীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।