লাকসাম -মনোহরগঞ্জের বিশিষ্ট নাগরিকদের সম্মানে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬মার্চ) লাকসাম সুরক্ষা সিটির গ্রীন ক্যাসেল রেস্টুরেন্ট মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সুরক্ষা সিটির ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান ভুট্টুর সার্বিক তত্ত্বাবধানে
অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক ভিপি অধ্যাপক রেজাউল করিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ, কুমিল্লা জজকোর্ট আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১এর পাবলিক প্রসিকিউটর এডভোকেট বদিউল আলম সুজন।
বিশিষ্ট সমাজ সেবক আবু বকর জাহিদের সঞ্চালনায় ইফতার মাহফিলে বক্তব্য রাখেন লাকসাম থানার তদন্ত অফিসার আনোয়ার হোসেন, লাকসাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুল কুদ্দুস, লাকসাম গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল বাশার, লাকসাম উপজেলা বিএনপি নেতা আবদুল্লাহ আল মাহমুদ খসরু, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এস এম মুনসুর, লাকসাম উপজেলা জামায়াতের সেক্রেটারী জোবায়ের ফয়সাল, লাকসাম পৌরসভা জামায়াতের সেক্রেটারী শহিদুল ইসলাম, ট্রাস্ট পাঞ্জাবি ফ্যাশনের স্বত্বাধিকারীর ও বিশিষ্ট ব্যবসায়ী শওকত হোসেন বিপ্লব, মনোহরগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক রহমত উল্লাহ জিকু, লাকসাম উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাহী, লাকসাম পৌরসভা মিনহাজ প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন লাকসাম- মনোহরগঞ্জের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ দুই উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার সহস্রাধিক বিশিষ্ট নাগরিকবৃন্দ।