ফরিদপুরের মধুখালীতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে গোল্ডেন লাইন পরিবহনকে ৫,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (৭ এপ্রিল) দুপুর ২টার দিকে মধুখালী রেলগেটে অবস্থিত গোল্ডেন লাইন পরিবহনটির কাউন্টারে এ অভিযান পরিচালনা করেন মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ এরফানুর রহমান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পরিচালিত এ অভিযানে প্রমাণ পাওয়া গেছে যে, মধুখালী থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন বাসে সরকার নির্ধারিত ভাড়া ছিল ৫০০ টাকা, অথচ তা অমান্য করে ৮০০ টাকা আদায় করা হচ্ছিল। অতিরিক্ত ভাড়া আদায় করায় গোল্ডেন লাইন পরিবহন কর্তৃপক্ষকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে পরিবহনটির কাউন্টার মাস্টার শরিফুল ইসলাম কল্লোল জানান, “আমরা শুধু অনলাইনে টিকিট বিক্রি করি, ভাড়া নির্ধারণ করে কোম্পানি। ভাড়া বাড়ানো বা কমানোর বিষয়ে আমাদের কিছু করার নেই।”
জনস্বার্থে এমন অভিযান চলমান থাকবে বলেও জানান ম্যাজিস্ট্রেট মোঃ এরফানুর রহমান