একুশ ও আমরা
কামরুল হাসান সোহাগ
শহীদ বরকতের রক্তে ভেজা শার্ট
আবু সাইদের প্রতিবাদী উদ্যত বাহু
হেসে হেসে ক্ষুদিরাম ফাসির কাস্টে
কি পেয়েছি দিয়েছে মোদেরে সে শিক্ষা
সারারাত প্রভাত ফেরি শেষে
শাহবাগে ফুটপাতে হোন্ডা হাকিয়ে
পথচারীকে ক্ষত বিক্ষত করে দিতে
এক্টুও করি না দ্বিধা
নয় তো এ আবেগের দীক্ষা
এই মন কতটা পাষন্ড হলে
খাদ্যে ভেজাল মিশিয়ে
অবুঝ শিশুর জন্য তৈরি হয় ভেজাল খাদ্য
এতো নয় এত এত রক্তের দীক্ষা
আইনের ধুসর মারপেচে
লাল ফিতার খড়গে
জন মানুসের রক্তের ঘামে
অনৈতিক সুবিধা করি ভিক্ষা
এত নয় মোর স্বাধীনতার দীক্ষা
লুকিয়ে রেখে আলু পিয়াজ
দাম বাড়িয়ে মারি ছক্কা
কিবা যায় আসে গরীব পেল অক্কা
করবতো হজ গিয়ে বেশ মক্কা
বায়ান্ন একাত্তর জুলাই চব্বিশের
শত বীর শহীদের রক্তের
নয় এতো প্রতিদান
লাল সবুজের এ পতাকার জন্য
লাখো বিদেহীর কেন এত বলীদান