Friday, April 25, 2025
Google search engine
Homeরাজধানীলাকসামে পিএফজি’র অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

লাকসামে পিএফজি’র অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস এন্ড স্টেবিলিটি (এমআইপিএস) ও দিহাঙ্গার প্রজেক্টের সহযোগী সংগঠন পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) লাকসাম ইউনিটের আয়োজনে “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” এ প্রতিপাদ্য নিয়ে সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে৷

৭ এপ্রিল (সোমবার) সন্ধ্যায় লাকসাম স্কাই লাউঞ্জ রেস্টুরেন্টের ভিআইপি হলরুমে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) লাকসাম ইউনিটের কো-অর্ডিনেটর জাফর আহমদের সঞ্চালনায় ও পিএফজির পিস এ্যাম্বাসেডর সিরাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- পিএফজি লাকসাম ইউনিটের পিস এ্যাম্বাসেডর এডভোকেট বিকাশ চন্দ্র সাহা, নাজমুন নাহার নূপুর, পিএফজি সদস্য ও পৌরসভা বিএনপি নেতা আবুল হোসেন মিলন, সাংবাদিক আরিফুর রহমান স্বপন, সেলিম চৌধুরী হীরা, আফরাতুল করিম রিমু, সহিদুল ইসলাম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আওরঙ্গজেব খান রুবেল, প্রভাষক আহসান হাবীব, খোরশেদ আলম বিপ্লব, ইউনুছ মজুমদার৷

দিহাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক কো-অর্ডিনেটর রাসেল আহমেদ ও পিস ফ্যাসিলিটেটর গ্রুপের (পিএফজি) আঞ্চলিক কো-অর্ডিনেটর খোদেজা বেগমের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) লাকসাম ইউনিটের সদস্য রতন লাল দাস, মামুন হোসেন, নুরুন নবী মহসিন, তাসলিমা আক্তার, নাছিমা আক্তার, রাশিদা বেগম, নাজনীন আক্তার নীপা, কামরুল হাসান, খবির উদ্দিন কিরণ, উত্তম সাহা বাচ্চু, রেখা বেগম প্রমূখ৷

অনুষ্ঠানে ভবিষ্যতে বাস্তবায়ন কল্পে বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করা হয়, কিছুদিনের মধ্যে কার্যক্রম শুরু হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়৷

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments