কুমিল্লার লাকসামে অস্বাস্থ্যকর পরিবেশে নকল আচার তৈরি করে বাজারজাত ও বিক্রির অভিযোগে কারখানা সিলগালা ও জরিমানা করা হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ এ অভিযান পরিচালনা করেন। এসময় কারখানার মালিক মো. শামসুল ইসলাম (৪৫) কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা যায়, লাইসেন্স ব্যতীত অবৈধভাবে অস্বাস্থ্যকর পরিবেশে আচার তৈরি করে বাজারজাত ও বিক্রির অভিযোগে লাকসাম পৌরসভার অন্তর্গত ৫নং ওয়ার্ডের পশ্চিমগাঁও ঠাকুরপাড়ার মো. শামসুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় কারখানা সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়।
অভিযুক্তকে সংশ্লিষ্ট দপ্তর থেকে লাইসেন্স গ্রহণ করে যথাযথ মাননিশ্চিতপূর্বক ব্যবসা পরিচালনা করতে পরামর্শ দেয়া হয়।
লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।