Wednesday, April 16, 2025
Google search engine
Homeআন্তর্জাতিকগাজায় ত্রাণ প্রবেশ যুদ্ধবিরতির সঙ্গে সংশ্লিষ্ট নয়: সৌদি পররাষ্ট্রমন্ত্রী

গাজায় ত্রাণ প্রবেশ যুদ্ধবিরতির সঙ্গে সংশ্লিষ্ট নয়: সৌদি পররাষ্ট্রমন্ত্রী

গাজায় ত্রাণ প্রবেশকে যুদ্ধবিরতির সঙ্গে যুক্ত করা যাবে না বলে মন্তব্য করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান।  সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি গাজায় ত্রাণ সরবরাহের অনুমতি দেওয়ার জন্য ইসরাইলকে চাপ দিতেও আহ্বান জানান। 

গাজা যুদ্ধবিরতি সংক্রান্ত আরব-ইসলামিক মন্ত্রী পর্যায়ের কমিটির বৈঠকের পর আন্টালিয়ায় এক যৌথ সংবাদ সম্মেলনে শুক্রবার (১১ এপ্রিল) তিনি এসব কথা বলেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরব নিউজ। 

বৈঠকে গাজায় চলমান উন্নয়নের পাশাপাশি তাৎক্ষণিক ও টেকসই যুদ্ধবিরতি অর্জনের প্রচেষ্টা নিয়ে আলোচনা করা হয়।  এছাড়া ফিলিস্তিনি জনগণ যাতে তাদের সহজাত অধিকার প্রয়োগ করতে পারে সে প্রচেষ্টা অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপরও জোর দেওয়া হয়েছে বৈঠকে। 

প্রিন্স ফয়সাল বলেন, ‘আমরা ফিলিস্তিনিদের তাদের ভূমি থেকে বাস্তুচ্যুত করার সাথে সম্পর্কিত যেকোনো প্রস্তাব স্পষ্টভাবে প্রত্যাখ্যান করি, এটি সকল ধরনের বাস্তুচ্যুতির ক্ষেত্রে প্রযোজ্য। ’

তিনি  বলেন, যুদ্ধবিরতি আলোচনায় মিশর ও কাতারের প্রচেষ্টার প্রশংসা করেছে সৌদি আরব। ‘যদি সাহায্য না পৌঁছায়, যদি মানুষ খাদ্য, পানি বা বিদ্যু না পায় এবং যদি তারা ক্রমাগত সামরিক বোমাবর্ষণের হুমকির মুখে থাকে – এমনকি যদি কাউকে চলে যেতে বাধ্য করা হয়, তবে এটি স্বেচ্ছায় প্রস্থান নয়। এটি এক ধরণের জবরদস্তি। ’

সৌদি এ মন্ত্রী আরও বলেন, ‘বাস্তবতা হল গাজার ফিলিস্তিনিদের জীবনের সবচেয়ে মৌলিক চাহিদা থেকে বঞ্চিত করা হচ্ছে। এই কারণেই আমাদের এই বাস্তবতা স্পষ্ট করে বলতে হবে, ধারাবাহিকভাবে কাজ করতে হবে এবং আমরা আশা করি এই বার্তাটি সকলের কাছে স্পষ্ট হবে, বিশেষ করে আজ কমিটিতে আমরা যে কর্মপরিকল্পনা নিয়ে একমত হয়েছি তার কাঠামোর মধ্যে। ’

ফয়সাল বিন ফারহান পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ, বাড়িঘর ধ্বংস এবং জমি দখলসহ ইসরাইলের আন্তর্জাতিক আইন লঙ্ঘনেরও নিন্দা করেছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments