কুমিল্লার লাকসামে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন, লাকসাম কর্তৃক আয়োজিত সপ্তাহব্যাপী বৈশাখী ও লোকজ মেলা উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার কায়সার হামিদ, এসময় উপজেলার অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
১২ এপ্রিল (শনিবার) ৭ দিন ব্যাপী মেলায় লাকসামের নারী উদ্যোক্তাদের স্টল, হরেরেক রকম দোকানের পাশাপাশি রয়েছে শিশুদের জন্য বিভিন্ন রাইড।
মেলাটিতে ঢুকতেই চোখে পড়ে লাকসামের নারী উদ্যোক্তাদের চমৎকার ৬টি স্টল যেখানে হাতে তৈরি পোশাক, হাতে তৈরী গহনা ও মুখরোচক খাবার পাওয়া যাচ্ছে।
এর পাশে আছে শিশুদের খেলার জন্য নানান রাইড, রাইডে ঝাঁকে ঝাঁকে শিশু-কিশোররা হৈ-হুল্লোড় করে খেলছে। ভেতরে ঢুকলে গহনা, ব্যাগ, ক্যাপ, খেলনা, খাবার হোটেল, ফুচকা চটপটির দোকান, হার বাল দোকান, মাটির তৈরি তৈজসপত্রসহ হরেকরকম আয়োজন দেখতে পাওয়া গেছে। মেলাকে ঘিরে নাগরিকদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।