কুমিল্লার লাকসামে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন, লাকসাম কর্তৃক আয়োজিত সপ্তাহব্যাপী বৈশাখী ও লোকজ মেলায় প্রদর্শিত হলো লাকসাম নাট্যজংশনের ৬ষ্ঠ প্রদর্শনী নাটক, সম্প্রীতির বাংলাদেশ মঞ্চায়িত।
শনিবার (১৪ এপ্রিল) বৈশাখের প্রথম দিনে লাকসাম উপজেলার নবনির্মিত হলরুমে জি.এম.এস রুবেল রচিত ও নির্দেশিত সাম্প্রদায়িক সম্প্রীতির গল্প সম্প্রীতির বাংলাদেশ। নাটকে সকল বিশ্বাসের মানুষের মেলবন্ধনের চিত্র ফুটে উঠতে দেখা গেছে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, বাউল, চা ওয়ালা থেকে গৃহিনী পর্যন্ত সকল চরিত্রের সরব উপস্থিতি প্রদর্শিত হয়, যা হাজার বছরের বাঙালির সংস্কৃতি ও সম্প্রীতির চিত্র ফুটে উঠেছে।
৭ দিন ব্যাপী বৈশাখী মেলার ৩য় দিনে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাটক দেখেছেন উপজেলা নির্বাহী অফিসার কায়সার হামিদ। এসময় উপজেলার প্রায় সকল কর্মকর্তা কর্মচারিবৃন্দ স্ব পরিবারে উপস্থিত থেকে নাটকটি উপভোগ করেন। এসময় স্থানীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস, মজিবুর রহমান দুলালসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন, ডাঃ আব্দুল মতিন, হৃদয় চন্দ্র দাস, হাবিবুল্লাহ শাহিন, মেহেদী হাসান, মিম আক্তার কলি, রামিন মতিন, সৈকত ও জি.এম.এস রুবেল প্রমুখ।
সাম্প্রদায়িক সম্প্রীতি নাটকের আগে মেলা নামক একটি নাটক পরিবেশন করে ডাকাতিয়া থিয়েটার। আর সাংস্কৃতিক অনুষ্ঠানে মুজিবুর রহমান দুলালের কন্ঠে একটি বাউল গানসহ ছিল, ছিল ফারুক হোসেন রিন্টুর পরিবেশনায় গাজীর পট। এছাড়া গান পরিবেশন করে সেতু সংগীত একাডেমী, শৈশব ব্যান্ড, বিদ্যানিধি সংগীত একাডেমিসহ বিভিন্ন শিল্পীগন।