Sunday, June 15, 2025
Google search engine
Homeজাতীয়লাকসামে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের শিক্ষাবৃত্তি সহ কোটি টাকা অনুদান প্রদান

লাকসামে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের শিক্ষাবৃত্তি সহ কোটি টাকা অনুদান প্রদান

মাহবুবুর রহমান।। ১ মে লাকসামের গণউদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এসএসসি ও এইচএসসি ছাত্র-ছাত্রীদের শিক্ষা বৃত্তি, প্রবাসে মৃতের পরিবারকে আর্থিক অনুদান, ক্ষতিপূরণ ও বীমা দাবির চেক বিতরণ অনুষ্ঠান হয়েছে।


অতিরিক্ত সচিব ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার মোঃ গোলাম সরওয়ার ভূঁইয়ার সভাপতিত্বে এবং লাকসাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাউছার হামিদের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান ড. বদিউল আলম মজুমদার, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, কুমিল্লা জেলা প্রশাসনের এডিসি শিক্ষা ও আইসিটি মোঃ তৌহিদুল ইসলাম প্রমুখ।


প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের আয়োজনে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাজিমা হোসেন মজুমদার, মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফাহরিয়া ইসলাম, সহকারী পুলিশ সুপার লাকসাম সার্কেল সৌমেন মজুমদার, মনোহরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন, লাকসাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাতুন নাহার, লাকসাম থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানাসহ লাকসাম- মনোহরগঞ্জের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে ২১ জন এসএসসি ছাত্র-ছাত্রীদেরকে ২৭ হাজার ৫শ টাকা, ৯ জন এইচএসসি ছাত্র-ছাত্রীদেরকে ৩৪ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয় এবং ৬ জন প্রবাসী পরিবারকে ১৮ লাখ টাকা আর্থিক অনুদান দেওয়া হয়।

এছাড়াও তিনজন প্রবাসী পরিবারকে বীমা দাবির ২৪ লাখ টাকা এবং দুইটি মৃত পরিবারকে ক্ষতিপূরণ বাবদ ৭২ লাখ ১৪ হাজার ৫ শ ৫৩ টাকার প্রদান করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments