Friday, December 5, 2025
Google search engine
Homeনির্বাচিত সংবাদলাকসাম প্রেসক্লাব নির্বাচনে সুজন সভাপতি, শারাহ সাধারণ সম্পাদক নির্বাচিত

লাকসাম প্রেসক্লাব নির্বাচনে সুজন সভাপতি, শারাহ সাধারণ সম্পাদক নির্বাচিত

লাকসাম প্রেস ক্লাবের নির্বাচন শনিবার (১০ মে) অত্যন্ত জাঁকজমকপূর্ণ ভাবে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

ওইদিন রাতে প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনে গোপন ব্যালটের মাধ্যমে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রেস ক্লাবের ৪৬জন ভোটারের মধ্যে সর্বোচ্চ ৪১জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে প্রদত্ত ভোট গ্রহণ শেষে রাত ১১টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা পর্ষদের প্রধান লাকসাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. আবদুল কুদ্দুস।

নির্বাচনে সভাপতি পদে মুহাম্মদ বদিউল আলম সুজন (দৈনিক সংগ্রাম), সাধারণ সম্পাদক পদে ফারুক আল শারাহ (বাংলাদেশ প্রতিদিন) এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. মিজানুর রশীদ (নয়াদিগন্ত) নির্বচিত হয়েছেন।

নির্বাচনে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা পর্ষদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন লাকসাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. আবদুল কুদ্দুস। অপর দু’জন সদস্য হলেন ইসলামী ব্যাংক লাকসাম শাখার ব্যবস্থাপক মো. ছানা উল্লাহ এবং নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল হোসেন হেলাল।

প্রসঙ্গত; ঐতিহ্যবাহী লাকসাম প্রেসক্লাব ১৯৮৫ সালে ৫ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments