Saturday, June 14, 2025
Google search engine
Homeজাতীয়সমাজের অসহায় নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে হবে -কাউছার হামিদ

সমাজের অসহায় নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে হবে -কাউছার হামিদ

কুমিল্লার লাকসাম – মনোহরগঞ্জ উপজেলার মনোহরগঞ্জ উপজেলার অসহায় হতদরিদ্র নারীদের মাঝে স্বেচ্ছাসেবী সংগঠন “নাছির উদ্দিন ফাউন্ডেশন” এর উদ্যোগে সেলাই মেশিন বিতরণ করা হয়। মঙ্গলবার (২০মে) সকাল ১১টায় লাকসামের জামিয়া ইসলামিয়া জমিরিয়া নাছিরুল উলুম মাদরাসায় অনুষ্ঠিত অনুষ্ঠানে লাকসাম -মনোহরগঞ্জ উপজেলা ও লাকসাম পৌরসভার ৩০জন অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। সেলাই মেশিনে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মহীন নারীদের স্বাবলম্বী করতে এই উদ্যোগ বলে জানায় সংগঠনটি।


এতে প্রধান অতিথি ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ।


এসময় তিনি বলেন – সমাজের অসহায় নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতেই সেলাই মেশিন বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। লাকসাম -মনোহরগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন নাছির উদ্দিন ফাউন্ডেশনের পাশাপাশি বিত্তবানদেরও এলাকার গরীব দুস্থদের পাশে থাকার অনুরোধ করেন। এই ধরনের মানবিক কাজে পাশে থাকায় সবাইকে আমি ধন্যবাদ জানান। সবচেয়ে বড় কথা হলো একজনের আয়ের উপর নির্ভর না করে ঘরে বসে অল্প কিছু হলেও উপার্জন করতে পারলে সংসারটি ভালোভাবে পরিচালনা করা যায়।


তিনি আরো বলেন- নাছির উদ্দিন ফাউন্ডেশন লাকসাম -মনোহরগঞ্জ উপজেলার অসহায় মানুষদের আস্থা ও বিশ্বাসের সংগঠন হিসাবে পরিচিতি লাভ করতে সক্ষম হয়েছে। মানুষের কল্যাণে কাজ করার সক্ষমতা মহান আল্লাহ সকলকে দান করেননা।

নাছির উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নাছির উদ্দিন মজুমদারের সভাপতিত্বে ও মহাসচিব হাফেজ মাওলানা মোহাম্মদ উল্লাহ এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নাছির উদ্দিন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গোলাম ফারুক, মাওলানা মো.ইউসুফ, বিশিষ্ট ব্যবসায়ী লুৎফুর রহমান জুয়েল, অর্থ পরিচালক মাওলানা মো.মাহবুবুর রহমান, নির্বাহী সদস্য সাংবাদিক শহিদুল ইসলাম শাহীন, মাইনুল হক মিঠু প্রমুখ।


বক্তারা বলেন – নাছির উদ্দিন ফাউন্ডেশনকে অনুসরণ করে সকল বৃত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। গত কয়েক বছর থেকে নাছির উদ্দিন ফাউন্ডেশন লাকসাম -মনোহরগঞ্জ উপজেলায় অসহায় মানুষদের পাশে থেকে শতাধিক ঘর নির্মাণ,সেলাই মেশিন বিতরণ,মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষার খরচ ও শিক্ষা সামগ্রী বিতরণ, ২৪এর মহামারী বন্যায় খাদ্য সামগ্রী, রমজানে ইফতার সামগ্রী, মসজিদ-মাদরাসা নির্মাণ ও সহযোগিতাসহ বিভিন্ন সহযোগিতা করে আসছে।


আলহাজ্ব মো.নাছির উদ্দিন মজুমদার বলেন -আমরা সবাই মিলে লাকসাম -মনোহরগঞ্জ উপজেলার মানুষদের নিয়ে সাম্যময় পরিবেশ তৈরি করতে চাই। সকলে মিলে ভালো থাকতে পারলেই আমাদের সংগঠনের স্বার্থকতা বলে তিনি মনে করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments