Friday, December 5, 2025
Google search engine
Homeনির্বাচিত সংবাদকুমিল্লা-৯ আসনের সাবেক সাংসদ কর্নেল (অব.) আজিমের দাফন সম্পন্ন

কুমিল্লা-৯ আসনের সাবেক সাংসদ কর্নেল (অব.) আজিমের দাফন সম্পন্ন

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক কর্নেল (অব.) এম আনোয়ারুল আজিম (৭৮) মারা গেছেন। 

শুক্রবার দিবাগত রাত ৩টায় রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

এদিন সকাল সাড়ে ১০ টায় মহাখালী নিউ ডিএইচএস জামে মসজিদ প্রাঙ্গণে প্রথম এবং রাজধানী ঢাকা নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর ১২ টায় দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

মরহুমের তৃতীয় নামাজে জানাজা বাদ আসর লাকসাম সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।

পরে কুমিল্লার মনোগরগঞ্জ উপজেলার মনোহরগঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠে বাদ মাগরিব চতুর্থ জানাজা ও  বাইশগাঁও ইউনিয়নের শরীফপুর নিজ গ্রামে সর্বশেষ নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়।

কর্নেল (অব.) আনোয়ারুল আজিমের  মৃত্যুতে শোক জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, ব্যবসায়িক, সামাজিক নেতৃবৃন্দ এবং লাকসাম প্রেস ক্লাব ও লাকসাম সাংবাদিক ইউনিয়ন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments