আজ সোমবার ৩০ জুন সকাল ৯ টা থেকে লাকসাম সোহাগ কমিউনিটি সেন্টারে ইত্তিহাদুল মাদারিসিল খুসুসিয়্যাহ্ এর সভাপতি মাওলানা জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা খোরশেদ আলের সঞ্চালনায় মুহতামিম বা পরিচালক কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান প্রশিক্ষক ছিলেন ইতমিনান শিক্ষা পরিবারের পরিচালক হাফেজ মাওলানা মুফতি মুসা খান।
প্রশিক্ষক হিসেবে আরো উপস্থিত ছিলেন মারকাজুল ফিকহিল ইসলামী উত্তরার শায়খুল হাদীস হযরত মাওলানা মুফতি জোনাইদ কাসেমী।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম জামেয়া কারীমিয়া কমপ্লেক্সের সভাপতি আলহাজ্ব সেলিম মাহমুদ, লাকসাম মদিনাতুল উলূম মাদ্রাসার মোহতামীম মাওলানা আবুল খায়ের।
এতে ইত্তিহাদুল মাদারিসিল খুসুসিয়্যাহ্ এর সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা রিয়াজুল হক, মাওলানা মাহবুব হাবীব উল্যাহ, হাফেজ মাওলানা জাকির হোসেন বেলালী, মাওলানা জিয়াউল হক তাহেরপুরী, মাওলানা আবু ইউসুফ ফারুকী, মুফতি ইউনুছ খন্দকার, মাওলানা আনিসুর রহমান, মুফতি ইমরান হোসেন লাকসামী, হাফেজ আবদুর রহমান, মাওলানা খলিলুর রহমান, হাফেজ আশেক এলাহী, মাওলানা সালাহ্ উদ্দিন, হাফেজ শামীম আহমাদসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এতে প্রশিক্ষনার্থী হিসেবে প্রায় ২’শ জন মোহতামীম ও পরিচালক উপস্থিত ছিলেন।


