Friday, December 5, 2025
Google search engine
Homeরাজধানীলাকসামে সাবেক এমপি কর্ণেল আজিম স্মরণে নাগরিক শোকসভা

লাকসামে সাবেক এমপি কর্ণেল আজিম স্মরণে নাগরিক শোকসভা

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সাবেক এমপি কর্ণেল (অব.) এম. আনোয়ার উল আজিম স্মরণে নাগরিক শোক সভা আয়োজন করেছে দৌলতগঞ্জ বনিক সমিতি।


৩ জুলাই (বৃহস্পতিবার) বিকেল ৩টায় স্থানীয় পৌর অডিটোরিয়ামে বণিক সমিতির সভাপতি অ্যাডভোকেট বদিউল আলম সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংস্থাপন সচিব এ.এফ.এম সোলায়মান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি অধ্যাপক রেজাউল করিম, ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক মো. আবুল বাশার, জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক জি.এম ফারুক স্বপন, লাকসাম পৌর বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিরুজ্জামান মনির, হেফাজতে ইসলাম লাকসাম উপজেলা সভাপতি মাওলানা আবু ইউসুফ প্রমুখ।


বক্তারা বলেন, কর্ণেল আনোয়ার উল আজিম জনমানুষের নেতা ছিলেন। তাঁর সুদক্ষ নেতৃত্বে লাকসাম-মনোহরগঞ্জে উন্নয়নের ছোঁয়া লেগেছিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির অভুতপূর্ণ উন্নতি জনমনে স্বস্তির কারণ ছিল। তার জনপ্রিয়তা অতুলনীয়, তাঁর মৃত্যু অপূরনীয় ক্ষতি এই অঞ্চলের জন্য।


অনুষ্ঠানে লাকসাম দৌলতগঞ্জ বণিক সমিতির নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যবসায়ী, রাজনৈতিক কর্মীবৃন্দ, লাকসাম প্রেস ক্লাবসহ অন্যান্য সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও সমাজের গন্যমান্য ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments