লাকসাম ( কুমিল্লা) প্রতিনিধি:
বিজিএমইএ পরিচালক ও ডাকসুর সাবেক সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক ড. রশিদ আহমেদ হেসাইনী ৪ টা জুলাই শুক্রবার লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ চিকুনিয়া আনছারিয়া ফাউন্ডেশন লাকসাম – মনোহরগঞ্জ দলীয় নেতাকর্মীদের মতবিনিময় সভা করেন।
এই সময় উপস্থিত ছিলেন, লাকসাম পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মনিরুজ্জামান, বৃহত্তর লাকসাম উপজেলা বিএনপি নেতা আতিকুর রহমান লিটন, মনোহরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ আলাউদ্দীন, বিএনপি নেতা আবদুল আউয়াল মেম্বার, বেলায়েত হোসেন, যুবদল নেতা রুবেল মজুমদার, ইন্জিনিয়ার শিপন, মোঃ ইয়াছিন, মোহাম্মদ হোসাই, মোঃ জসিম উদ্দিন, শাহদাত হোসাইন, লাকসাম উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ আবু ছায়েদ, সাবেক সাধারণ সম্পাদক মাইন উদ্দিন সাকিব, আবু ছায়েদ, ন, ফ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস মজুমদার, সিনিয়র সহ- সভাপতি নাছির উদ্দীন সোহেল প্রমুখ।
মতবিনিময় সভায় ড. রশিদ আহমেদ হোসাইনী বলেন, ( লাকসাম – মনোহরগঞ্জ) বিএনপিতে কমিটি কমিটি খেলা চলছে বিগত আন্দোলন সংগ্রামে অসংখ্য নেতাকর্মী মামলা হামলা নির্যাতনে স্বীকার হয়েছে। তৃনমুল নেতাকর্মীদের কমিটিতে মূল্যায়ন করা হচ্ছে না।
তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রতিটি ইউনিটে দলীয় নেতাকর্মীদের সাথে পৃথক পৃথক ভাবে সভা – সমাবেশ করে যাচ্ছি। আগামি জাতীয় সংসদ নির্বাচনে আমী দলীয় মনোয়ন প্রত্যাশী। বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও আগামির রাষ্ট্র নায়ক তারেক রহমান দলকে কাউন্সিলে মাধ্যমে কমিটি করার নির্দেশনা দিয়েছিলেন। দুঃখ জনক হলেও সত্য লাকসাম – মনোহরগঞ্জ প্রতিটি ইউনিয়নে কাউন্সিলে ( ভেটে) কমিটি হচ্ছে না। সিলেকশন হচ্ছে। এতে নেতাকর্মীদের মাঝে ক্ষোভ বিরাজমান।
তিনি বলেন, দলেরবল ত্যাগী কর্মীদের জায়গা করে দিতে হবে এতেকরে দল শক্তিশালী হবে।


