Friday, December 5, 2025
Google search engine
Homeজাতীয়প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ গৃহবধূর

প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ গৃহবধূর

অনলাইন ডেক্স:
কুমিল্লার চান্দিনায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর দাবি, প্রেমের ফাঁদে ফেলে প্রেমিক তাকে ধর্ষণ করেছে। এ ঘটনায় দুই সন্তানের জননী ওই নারী প্রেমিক তানভীর আহমেদ বাধন নামের প্রেমিককে আসামি করে থানায় মামলা করেছেন।

অভিযুক্ত তানভীর উপজেলার বাড়েরা গ্রামের মো. আবু তাহেরের ছেলে। আর ভুক্তভোগী একই উপজেলার মাইজখার ইউনিয়নের আওরাল গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগীর স্বামী প্রবাসে থাকেন। তিনি দুই সন্তানকে নিয়ে উপজেলা সদরে ভাড়া বাড়িতে থাকেন। এরই মধ্যে তানভীরের সঙ্গে ওই নারীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তানভীর বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২৫ জুন ভুক্তভোগী নারীকে চট্টগ্রামে নিয়ে যান। সেখানে একটি বাসায় রেখে তাকে টানা ৯ দিন ধর্ষণ করেন অভিযুক্ত।

অভিযোগের বিষয়ে তানভীরের বাবা মো. আবু তাহের বলেন, ‘আমি যতটুকু জানি, আমার ছেলের সঙ্গে ওই মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। দুজনের সম্মতিতে গত ২৫ জুন তারা চট্টগ্রাম যায়। পরবর্তীতে খোঁজ খবর নিয়ে মেয়ের স্বামীসহ আমরা চট্টগ্রাম থেকে তাদেরকে বাড়িতে ফিরিয়ে আনি। উভয় পরিবার তাদেরকে শাসনও করেছে। পরবর্তীতে জানতে পারি আমার ছেলের বিরুদ্ধে ধর্ষণের মামলা করা হয়েছে।’

চান্দিনা থানার ওসি জাবেদ উল ইসলাম বলেন, ‘ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments