Friday, December 5, 2025
Google search engine
Homeরাজনীতিলাকসামে সামিরা আজিম দোলার আবেগঘন পথসভা

লাকসামে সামিরা আজিম দোলার আবেগঘন পথসভা

“আমি রাজনৈতিক বক্তব্য দিতে আসিনি, এসেছি বাবার কবর জিয়ারতে”—বলেন কর্নেল আনোয়ারুল আজিমের কন্যা

নিজস্ব প্রতিবেদক, লাকসাম:
সাবেক সংসদ সদস্য ও বিএনপির বর্ষীয়ান নেতা মরহুম কর্নেল (অব.) আনোয়ারুল আজিমের কন্যা সামিরা আজিম দোলা আজ রোববার (১৩ জুলাই) বিকেল ৪টায় কুমিল্লার লাকসামে এক সংক্ষিপ্ত পথসভায় আবেগঘন বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, “এটা আমার কোনো রাজনৈতিক সভা নয়, আমি এখানে রাজনৈতিক বক্তব্য দিতে আসিনি। আমি এসেছি আমার বাবার কবর জিয়ারত করতে। তবে আপনাদের ভালোবাসা আর উপস্থিতি দেখে আমি অভিভূত।”

লাকসামে অনুষ্ঠিত পথসভায় স্থানীয় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। উপস্থিত জনতার মাঝে আবেগঘন পরিবেশ বিরাজ করে। এ সময় অনেকে কর্নেল আজিমের রাজনৈতিক অবদান স্মরণ করেন।

“রাজনীতির মাঠে আমি আপনাদের পাশে থাকব”
বক্তব্যে সামিরা আজিম আরও বলেন, “রাজনীতির মাঠে অবশ্যই আমি আশা রাখি আপনারা আমার পাশে থাকবেন, আর আমি অবশ্যই আপনাদের পাশে থাকব।”
এই বক্তব্যকে ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে যে, তিনি হয়তো তার বাবার পদাঙ্ক অনুসরণ করে সক্রিয় রাজনীতিতে যুক্ত হতে যাচ্ছেন।

নেতাকর্মীদের আশাবাদ
পথসভা শেষে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা জানান, সামিরা আজিম দোলা রাজনীতিতে সক্রিয় হলে তা লাকসাম-মনোহরগঞ্জ বিএনপির জন্য হবে নতুন এক দিগন্তের সূচনা।
স্থানীয় এক বিএনপি নেতা বলেন, “আমরা দীর্ঘদিন ধরে মরহুম কর্নেল আজিমের সঙ্গে রাজনীতি করেছি। তাঁর কন্যা দোলা যদি রাজনীতিতে আসেন, তাহলে আমরা তাকে স্বাগত জানাব এবং সর্বোচ্চ সহযোগিতা করব।”

সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনা
এদিকে, সামিরা আজিম দোলার এ আগমন ও বক্তব্যকে ঘিরে জোর আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক অঙ্গনে। অনেকেই ধারণা করছেন, তিনি লাকসাম-মনোহরগঞ্জ আসন থেকে ভবিষ্যতে নির্বাচনে অংশ নিতে পারেন।

স্থানীয় জনগণ, বিএনপি সমর্থক এবং রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করছেন, দোলা’র মধ্যে রয়েছে নেতৃত্বের প্রজ্ঞা ও কর্নেল আজিমের রাজনৈতিক আদর্শের উত্তরাধিকার।

লাকসাম পৌরসভা বিএনপির সাবেক সিনিয়র সভাপতি হাজী আমিরুজ্জামান আমিরের সভাপতিত্বে আয়োজিত পথসভায় হাজারো নেতাকর্মীদের উপস্থিতিতে এসময় বক্তব্য প্রদান করেন, লাকসাম পৌরসভা বিএনপি’র যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন জসিম, মঞ্জুরুল আলম বাচ্ছু সহ নেতৃবৃন্দ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments