নিজস্ব প্রতিবেদক:
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কক্সবাজার জেলা শাখার সাবেক সভাপতি ও কক্সবাজার সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যাপক আজিজুর রহমানের পিতা, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী ফয়েজ আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কক্সবাজার-০৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান। তিনি মরহুমের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এক বিবৃতিতে ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান বলেন, ফয়েজ আহমেদ ছিলেন একজন সমাজ দরদী মানুষ। তিনি সামাজিক জীবনে সাধারণ মানুষের জন্য বহু অবদান রেখে গেছেন। তাঁর মৃত্যুতে কক্সবাজারবাসির অপূরণীয় ক্ষতি হয়েছে।
তিনি মরহুম ফয়েজ আহমেদের মাগফেরাত কামনার পাশাপাশি তাঁকে যেন বেহেস্তের সম্মানিত স্থানে অধিষ্ঠিত করা হয়, তার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন।
প্রসঙ্গত, ফয়েজ আহমেদ সোমবার (১৪ জুলাই) দুপুর ১২টায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০০ বছর।


