Friday, December 5, 2025
Google search engine
Homeনির্বাচিত সংবাদঘরে ঢুকে শাশুড়ি ও পুত্রবধূকে হত্যা, আশঙ্কাজনক নাতনি

ঘরে ঢুকে শাশুড়ি ও পুত্রবধূকে হত্যা, আশঙ্কাজনক নাতনি

অনলাইন ডেক্স:
বগুড়া সদর উপজেলায় দুর্বৃত্তরা ঘরে ঢুকে দুই নারীকে হত্যা করেছে । একই ঘটনায়  এক তরুণী ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৬ জুলাই) রাতে উপজেলার ইসলামপুর হরিগাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই এলাকায় মৃত আব্দুল কুদ্দুসের স্ত্রী লাইলী বেওয়া (৭০) ও তার ছেলে পারভেজের স্ত্রী হাবিবা ইয়াসমিন (২২)। আর আহত তরুণী আব্দুল কুদ্দুসের অপর ছেলে বুলবুলের মেয়ে বন্যা (১৮)।

পুলিশ ও এলাকাবাসীরা জানায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে বাড়িতে শুধু কয়েকজন নারী ছিলেন। এ সময় দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে বৃদ্ধা লাইলী বেওয়া, হাবিবা ইয়াসমিন ও বন্যাকে ছুরিকাঘাত করে। এলাকাবাসী টের পেয়ে ওই বাড়িতে এসে রক্তাক্ত তিন নারীকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক লাইলী ও হাবিবাকে মৃত ঘোষণা করেন। ছুরিকাঘাতে গুরুতর আহত বন্যাকে হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন।

এদিকে, খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাতেই ঘটনাস্থলে যান। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার রহমান হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করলেও তাৎক্ষণিকভাবে হত্যার কারণ ও জড়িতদের সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি। এ ব্যাপারে পুলিশের একাধিক টিম কাজ করছে জানান তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments