নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার-০৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান বলেছেন, আগামির রাজনীতি হবে গণমানুষের। আর গণমানুষের এই রাজনীতিতে নেতৃত্ব দেবে দেশের একমাত্র জাতীয়তাবাদী দল বিএনপি। সেখানে কোন বৈষম্য থাকবে না, প্রতিহিংসা থাকবে না। যারা প্রতিহিংসার রাজনীতি করে তারাও থাকবে না।
তিনি নবগঠিত ঈদগাঁও উপজেলার বৃহত্তর ঈদগাঁও ইউনিয়নে গণসংযোগকালে এসব কথা বলেন। ওই সময় তিনি বিএনপি নেতা-কর্মী ও সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন। মানুষের দুয়ারে দুয়ারে যান, তাদের খোঁজখবর নেন।
তিনি বলেন, রাজনীতি করতে হলে মানুষকে ভালোবাসতে হয়। প্রতিহিংসা দিয়ে কখনো রাজনীতি হয় না। মানুষকে ভালোবেসে বুকে আগলে রাখাটাই রাজনীতি। যারা মনে করে রাজনীতি করতে পেশীশক্তি ও অবৈধ অর্থ লাগে, আমি তাদের মতো নই। আমি মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি করি, আমি খালেদা জিয়ার রাজনীতি করি, আমি রাজনীতি করি তারেক রহমান আর সালাহউদ্দিন আহমদের, যারা জাতীয়তাবাদী শক্তিকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান বৃহস্পতিবার সারাদিন ঈদগাঁও ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। আগামি দিনের রাজনীতি নিয়ে মানুষের সাথে কথা বলেন এবং আগামি জাতীয় নির্বাচনে ধানের শীষকে জিতিয়ে আনার আহবান জানান।
তিনি এদিন ইউনিয়নের চান্দের ঘোনা, মেহের ঘোনা, ভাদিতলা, দরগাহ পাড়া, ভোমরিয়াঘোনা, পাল পাড়া, মন্ডল পাড়া, উত্তর মাইজ পাড়া ও দক্ষিণ মাইজ পাড়ায় যান এবং মানুষের সাথে কুশল বিনিময় করেন। তিনি মানুষের জীবনযাত্রা নিয়ে খোঁজখবর নেন।
ওই সময় তাঁর সাথে ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সদস্য শওকত আলম শওকত, জেলা বিএনপির সাবেক সদস্য জানে আলম, জালালাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাকারিয়া মেম্বার, রশিদনগর ইউনিয়ন বিএনপি নেতা মো. সিরাজ মেম্বার, স্বেচ্ছাসেবক দল নেতা আবু তাহের, জালালাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন, বিএনপি নেতা আজিজুর রহমান সিকদার, বজল মেম্বার, যুবদল নেতা কায়েস, বিএনপি নেতা হারুন, প্রবাসী বিএনপি নেতা শাহজাহান, ফরিদুল আলম, নুরুল আবছার প্রমূখ।
ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান এই সময়ে ঈদগাঁও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোহাম্মদ শফির কবর জিয়ারত করেন। পরে তিনি কালিরছড়া বাজার ও ঈদগাঁও রশিদ আহমেদ কলেজ সড়কে গণসংযোগ করেন।


