Friday, December 5, 2025
Google search engine
Homeরাজনীতিউত্তরদায় কর্নেল আনোয়ারুল আজিম স্মরণে বিশাল জনসভা, কন্যা দোলা’র নেতৃত্বে আগামীর স্বপ্ন

উত্তরদায় কর্নেল আনোয়ারুল আজিম স্মরণে বিশাল জনসভা, কন্যা দোলা’র নেতৃত্বে আগামীর স্বপ্ন

মো: আহসান উল্লাহ, নিজস্ব সংবাদদাতা :

প্রয়াত কর্নেল আনোয়ারুল আজিম, সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা, তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক হৃদয়স্পর্শী শোকসভা অনুষ্ঠিত হয়েছে লাকসাম উপজেলার উত্তরদা হাই স্কুল মাঠে। বৃহস্পতিবার (গতকাল) বিকেলে আয়োজিত এই বিশাল জনসভায় হাজারো মানুষ অংশ নেন।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল আজিমের কন্যা, সামিরা আজিম দোলা। তিনি বলেন, “আমার বাবা যেমন জীবনের প্রতিটি মুহূর্তে লাকসামের মানুষের পাশে ছিলেন, আমিও তাঁর পথ অনুসরণ করতে চাই। লাকসামের মানুষের সুখ-দুঃখে পাশে থাকা আমার দায়িত্ব ও অঙ্গীকার।”


প্রধান বক্তার বক্তব্যে লাকসাম পৌরসভা  বিএনপির যুগ্ন আহবায়ক  জনাব, জসিমউদ্দিন বলেন, “লাকসামে যদি কারো নেতৃত্ব ছিল, তা কর্নেল আজিমের। তিনি অন্যায়ের সাথে কখনও আপস করেননি। আজ তাঁর কন্যা দোলা আমাদের মাঝে সেই নেতৃত্বের ধারক হয়ে এসেছেন।” তিনি আরও বলেন, “আমরা আশা করি দোলা,  তার পিতার মতো জনগণের পাশে থাকবেন, এবং বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের সঙ্গে কাজ করে যাবেন।”
সভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা কর্নেল আজিমের রাজনৈতিক জীবনের নানা দৃষ্টান্তমূলক ঘটনা স্মরণ করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।


বক্তব্য শেষে সামিরা আজিম দোলা উপস্থিত নারীদের মাঝে গিয়ে খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে আন্তরিকভাবে মতবিনিময় করেন। তাঁর এ উদারতা ও জনসম্পৃক্ততা জনসাধারণের মাঝে দারুণ সাড়া ফেলেছে।


এদিকে, নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা গেছে সামিরা আজিম দোলাকে নিয়ে। তাঁরা আগামি জাতীয় সংসদ নির্বাচনে তাঁকে বিএনপির পক্ষ থেকে প্রার্থী হিসেবে দেখতে চান এবং তাঁর নেতৃত্বে লাকসামে নতুন রাজনৈতিক ধারা প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেন।


শোকসভাটি শুধু স্মরণ নয়, বরং লাকসামের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের বার্তা বহন করে এনেছে — যেখানে কর্নেল আজিমের আদর্শ ও মূল্যবোধকে ধারণ করে এগিয়ে যেতে প্রস্তুত তাঁর কন্যা সামিরা আজিম দোলা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments