Friday, December 5, 2025
Google search engine
Homeরাজধানীলাকসামে শ্রমিক নেতা বাদশা মিয়ার ৩১তম মৃত্যুবার্ষিকী পালিত

লাকসামে শ্রমিক নেতা বাদশা মিয়ার ৩১তম মৃত্যুবার্ষিকী পালিত

লাকসাম (কুমিল্লা): কুমিল্লার লাকসাম বাইপাস এলাকায় হোটেল শ্রমিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি মরহুম বাদশা মিয়ার ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত সভায় মরহুমের কর্মময় জীবন, শ্রমিক অধিকার আদায়ের সংগ্রাম ও তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধা ও আবেগের সঙ্গে স্মরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. দুলাল মিয়া। তিনি বলেন, “বাদশা মিয়া ছিলেন শ্রমিকদের প্রকৃত বন্ধু। তিনি আমৃত্যু শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় সংগ্রাম করে গেছেন। তাঁর জীবন থেকে আমাদের শেখার আছে—কীভাবে আত্মত্যাগ করে একটি শ্রেণির মানুষকে বাঁচানো যায়।”

সভায় বক্তারা বলেন, বর্তমান সময়েও হোটেল শ্রমিকদের ন্যায্য বেতন, কর্মঘণ্টা নির্ধারণ এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা হয়নি। এই প্রেক্ষাপটে বাদশা মিয়ার আদর্শ অনুসরণ করে আন্দোলন জোরদার করার আহ্বান জানান তাঁরা।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, ক্যাশিয়ার জহির উদ্দিন, সেক্রেটারি জলিল মিয়া। আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মনির, হারুন, সোহাগসহ সংগঠনের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূঁইয়া হোটেলের মালিক মো. শাহ আলম ভূঁইয়া ও স্বদেশ রেস্তোরাঁর ব্যবস্থাপক মিজানুর রহমান। তারা বলেন, “শ্রমিকরা শ্রম দিয়ে এই খাতকে এগিয়ে নিচ্ছেন। তাঁদের অধিকার ও মর্যাদা রক্ষা আমাদের নৈতিক দায়িত্ব।”

শেষে বাদশা মিয়ার রুহের মাগফিরাত কামনা করে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আবারও প্রমাণিত হলো—বাদশা মিয়া শুধু একজন নেতা ছিলেন না, ছিলেন একটি আন্দোলনের প্রেরণা, যাঁর স্মৃতি শ্রমজীবী মানুষের হৃদয়ে চির অম্লান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments