প্রতিনিধি, লাকসাম:
প্রয়াত কর্নেল আনোয়ারুল আজিম (বীর প্রতীক), সাবেক সংসদ সদস্য ও বিএনপির অন্যতম সংগঠককে স্মরণ করে লাকসামের পূর্ব নরপাটি ইউনিয়নের প্যাচরা মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল শোকসভা। শুক্রবার বিকেলে আয়োজিত এই জনসভায় হাজারো মানুষের উপস্থিতিতে মঞ্চে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। কর্নেল আজিমের কর্মময় জীবনের স্মৃতিচারণ ও আদর্শ নিয়ে আলোচনা হয় দীর্ঘ সময়জুড়ে।
শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল আজিমের কন্যা সামিরা আজিম দোলা। তিনি বক্তৃতায় বলেন, “আমার বাবা লাকসামের মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। আজ আমি তাঁর পথ ধরেই মানুষের পাশে থাকতে চাই। বাবার মতো আমিও লাকসামের সুখ-দুঃখের অংশীদার হতে এসেছি।”
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন লাকসাম পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিমউদ্দিন। তিনি বলেন, “লাকসামের রাজনীতির ইতিহাসে কর্নেল আজিম এক উজ্জ্বল নাম। তিনি কখনো অন্যায়ের সাথে আপস করেননি। আজ তাঁর সুযোগ্য কন্যা দোলা আমাদের মাঝে নেতৃত্বের নতুন আশার আলো হয়ে এসেছেন।”
অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। তাঁরা কর্নেল আজিমের রাজনৈতিক জীবন ও জনসেবার বিভিন্ন স্মৃতিচারণ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
সভা শেষে সামিরা আজিম দোলা উপস্থিত নারী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। তিনি মাঠের চারপাশ ঘুরে নারীদের খোঁজখবর নেন এবং তাঁদের অভাব-অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন। তাঁর এ সরলতা ও আন্তরিকতা উপস্থিত জনতার মধ্যে ব্যাপক প্রশংসা কুড়ায়।
অনেক নেতাকর্মী ও সাধারণ মানুষ সামিরা দোলাকে আগামীর নেতৃত্বে দেখতে চান বলে মত প্রকাশ করেন। তারা বলেন, কর্নেল আজিমের মতো একজন ত্যাগী নেতার কন্যা হিসেবে দোলা যদি রাজনীতির ময়দানে সক্রিয় হন, তবে লাকসামের রাজনীতিতে নতুন যুগের সূচনা হবে।
শোকসভাটি শুধু একটি স্মরণ অনুষ্ঠান ছিল না; এটি যেন কর্নেল আজিমের উত্তরাধিকার সূত্রে সামিরা দোলার নেতৃত্বের শুভ সূচনা ঘোষণা করে দিল। জনসাধারণের আশা, তিনি তাঁর বাবার আদর্শকে লালন করে, মানুষের অধিকার ও গণতন্ত্র রক্ষায় বলিষ্ঠ ভূমিকা পালন করবেন।


