Friday, December 5, 2025
Google search engine
Homeবাণিজ্যলাকসাম জনতার হাতে নকল সিগারেটসহ যুবক আটক

লাকসাম জনতার হাতে নকল সিগারেটসহ যুবক আটক

লাকসাম প্রতিনিধিঃ

কুমিল্লার লাকসামে আজ রোববার বিপুল পরিমানের নকল সিগারেটসহ যুবককে আটক করেছে জনতা।

আটককৃত যুবক হৃদয় হোসেন(২৪) উপজেলার আজগরা ইউনিয়নের চরবাড়ীয়া গ্রামের হানিফ মিয়ার ছেলে।

জনতা ওই যুবকের কাছ থেকে প্রায় ১৮ হাজার টাকার ২১’শ শলাকা ডার্বী সিগারেট ও ৩’শ স্টার সিগারেট উদ্ধার করে।

জানা যায়, আজ রোববার দুপুরে লাকসাম পৌরসভার দৌলতগঞ্জ বাজারের বিভিন্ন দোকানে নকল ২১’শ শলাকা ডার্বী ও ৩’শ
স্টার সিগারেটসহ উপজেলার আজগরা ইউনিয়নের চরবাড়ীয়া গ্রামের হানিফ মিয়ার ছেলে হৃদয় হোসেনকে আটক করেছে স্হানীয় জনতা।

নকল ওই সিগারেটের মুল্য প্রায় ১৮ হাজার টাকা।

আটকৃতরা আরও জানায় অভিযুক্ত হৃদয় লাকসাম, নাঙ্গলকোট, মনোহরগঞ্জসহ বিভিন্ন উপজেলায় নকল এসব সিগারেট বিক্রি করে আসছে। এতে একদিকে ধুমপাইরা নকল সিগারেট প্রান করার কারণে নানা রোগব্যাধিতে আক্রান্ত হচ্ছে অপরদিকে রাজস্ব হারাচ্ছে সরকার।

আটককৃতদের কামাল হোসেন নামে এক ব্যক্তি জানায় অভিযুক্ত হৃদয় লাকসামসহ আশপাশের উপজেলায় নকল এসব সিগারেট বিক্রির করার কারণে ভোক্তারা প্রতারিত হচ্ছে।

লাকসাম থানা পুলিশের ওসি নাজনীন সুলতানা বলেন বিষয়টি জেনেছি। থানায় নিয়ে আসলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments