Friday, December 5, 2025
Google search engine
Homeসারাদেশলাকসামে শ্রী শ্রী মনোরমা গোস্বামী বিরহতিথী উৎসব অনুষ্ঠিত

লাকসামে শ্রী শ্রী মনোরমা গোস্বামী বিরহতিথী উৎসব অনুষ্ঠিত

দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
‘‘হরের্নাম হরেনার্ম হরেনামৈব কেবলম, কলৌ নাস্তোব্য নাস্তোব্য নাস্তোব্য গতিন্যথা’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার লাকসাম নশরতপুর (গোসাই বাড়ী) শ্রী শ্রী রাধামাধব সেবাশ্রমের ১১তম সেবায়েত শ্রী শ্রী মনোরমা গোস্বামীর বিরহতিথী উৎসব উপলক্ষে মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, প্রতিবছরের ন্যায় এ বছরও জাকজমকপূর্ন ভাবে শ্রী শ্রী মনোরমা গোস্বামী বিরহ তিথী উপলক্ষে দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দদের আগমন দেখা গেছে। বিশেষ করে নোয়াখালী, সেনবাগ, চৌমুহনী, লক্ষীপুর, চৌদ্দগ্রাম, কুমিল্লা, ফেনী সহ বিভিন্ন এলাকা থেকে লোকজন এসেছে বাউল গোসাই বাড়িতে। বিভিন্ন লোকজনের সাথে কথা বলে জানা যায়, আমাদের পরম গুরুর ধামে আসতে পেরে খুবই ভাল লাগছে। শ্রী শ্রী মনোরমা গোস্বামী আমাদের কে ছেড়ে চলে যায়নি। তিনি আমাদের মাঝেই আছেন ও থাকবেন। অনেকেই হাতে গুরুর বাড়িতে আসার সময় নারকেল জোড়া, ফল, শাড়ি, ধুতি ও অন্যান্য জিনিসপত্র আনতে দেখা গেছে।

উৎসব উপলক্ষে কয়েকটি দল নাম পরিবেশন করেন এবং দুপুর ২.৩০ ঘটিকার সময় হাজার হাজার ভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ করেন কমিটির নেতৃবৃন্দ। বৈরী আবহাওয়াকে ভেদ করে ভক্তবৃন্দে আগমনে বৃন্দাবনে পরিনত হয়েছে।

এ ব্যাপারে চন্দন রঞ্জন গোস্বামী বক্তব্যে বলেন, লাকসাম নশরতপুর (গোসাই বাড়ী) শ্রী শ্রী রাধামাধব সেবাশ্রমের ১১তম সেবায়েত শ্রী শ্রী মনোরমা গোস্বামীর বিরহতিথী উৎসব টি প্রতিবছরের এবার গোবিন্দের কৃপায় সম্পন্ন করতে পেরেছি। সকলের সহযোগিতায় অনুষ্ঠানটি সফল হয়েছে। খুবই সু-শৃঙ্খল ভাবে অনুষ্ঠানটি শেষ হয়েছে। আগামীতে আরও সুন্দর ভাবে করার মনোবাসনা আছে। সকলে আমাদের কে সহযোগিতা করবেন। ভগবান সকলের মঙ্গল করুক। তিনি আরও বলেন, ৩০ জুলাই বুধবার ভোর ৫.৫১ ঘটিকায় শ্রী শ্রী হরিনাম মহাযজ্ঞনুষ্ঠানের শুভ সমাপন অতঃপর শুভানুষ্ঠানের মহামিলন অনুষ্ঠিত হবে।

 

দেবব্রত পাল বাপ্পী
লাকসাম, কুমিল্লা।
০১৭৭৬-৩৬১৯৪৪
২৯/০৭/২০২৫

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments