Friday, December 5, 2025
Google search engine
Homeরাজনীতিকুমিল্লা-৯ আসনকে পুনর্বহাল ও লাকসামকে জেলা ঘোষণার দাবিতে বিক্ষোভ সমাবেশ

কুমিল্লা-৯ আসনকে পুনর্বহাল ও লাকসামকে জেলা ঘোষণার দাবিতে বিক্ষোভ সমাবেশ

মো: আহসান উল্লাহ

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনকে পুনর্বহাল এবং লাকসামকে জেলা ঘোষণার দাবিতে লাকসামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২ আগস্ট বিকেলে লাকসাম জেলা বাস্তবায়ন সংগ্রাম কমিটির আহবায়ক অ্যাডভোকেট বদিউল আলম সুজনের নের্তৃত্বে এ কর্মসূচি পালিত হয়।

লাকসাম দৌলতগঞ্জ রেলস্টেশন মসজিদ চত্বর থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি লাকসাম বাজার প্রদক্ষিণ করে লাকসাম বাইপাস মোড়ে সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।

বিক্ষোভ মিছিল শেষে সমাবেশের বক্তব্যে অ্যাডভোকেট বদিউল আলম সুজন বলেন, লাকসাম-মনোহরগঞ্জ আসন পুনর্বিন্যাসের জন্য কারো কোন অভিযোগ ছিল না। বিনা কারণে অন্তবর্তীকালীন সরকারকে বিপদে ফেলার জন্য এই হটকারি সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ড়আজকের জনরোষ দেখে এই প্রস্তাবনা থেকে সরে আসতে নির্বাচন কমিশনের প্রতি আহবান জানান তিনি। একই সাথে লাকসামের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি লাকসামকে জেলা ঘোষণা করার জোর দাবিও জানান তিনি। বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আজকের কর্মসূচির পর নির্বাচন কমিশন কোন পদক্ষেপ না নিলে জনগণকে সাথে নিয়ে কঠোর আন্দোলনের ঘোষণা দিবেন বলে তিনি জানান।

লাকসাম জেলা বাস্তবায়ন সংগ্রাম কমিটির অন্যতম সদস্য আবু বকর মো. জাহিদের সঞ্চালনায় কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক কাউন্সিলর শাহাদাত হোসেন, সাবেক ছাত্র নেতা ফখরুল ইসলাম, লাকসাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আল শারাহ, পেযার আহমেদ, শাহ নুরুল আলম প্রমুখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments