লাকসাম(কুমিল্লা): লাকসাম-মনোহরগঞ্জ বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে ৫ আগষ্ট আওয়ামী সরকারের পতনের দিবসে বিজয় মিছিল করা হয়েছে।
৫ আগষ্ট (মঙ্গলবার) সকাল ১১টায় লাকসাম পৌরসভার সামনে থেকে শুরু হওয়া বিজয় মিছিলটি লাকসাম শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌর ভবনের সামনে এসে সমাবেশে পরিণত হয়। সমাবেশে বক্তব্য প্রদান করেন বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক এবং লাকসাম উপজেলা বিএনপির আহবায়ক মোঃ আবুল কালাম। তিনি বলেন, ৫ আগষ্ট আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা ছাত্র জনতার আন্দোলনের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়। তিনি বলেন, এই বিজয় সাধারণ মানুষের বিজয়। এছাড়া তিনি লাকসাম লালমাই এর সমন্বয়ে কুমিল্লা ৯ আসন নিয়ে নির্বাচন কমিশনের নেয়া সিদ্ধান্তের সমালোচনা করেন।
এই সময়ের উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন। কর্মসূচিতে বৃষ্টি মাথায় নিয়ে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশের অবতারণা হয়েছে।


