Friday, December 5, 2025
Google search engine
Homeরাজধানীসাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে লাকসাম প্রেসক্লাবের মানববন্ধন

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে লাকসাম প্রেসক্লাবের মানববন্ধন

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে কুমিল্লার লাকসাম প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (৯ আগস্ট) বিকেলে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম বাইপাসে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি নুর উদ্দিন জালাল আজাদ, সহ-সভাপতি মোঃ আবুল কালাম, সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন, দপ্তর সম্পাদক আবুল হোসেন বাবুল,এ অর্থ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম শাহীন, আমোদ প্রমোদ ও আপ্যায়ন সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, ফখরুজ্জামান পাটোয়ারী।
মানববন্ধনে বক্তারা আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়াও সাগর-রুনি হত্যাকাণ্ড বিচার, লাকসামে সাংবাদিকদের হুমকিদাতাসহ সারাদেশে সাংবাদিক নির্যাতনকারীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবিসহ সাংবাদিকদের নিরাপত্তা বিধানের জন্য পুলিশ প্রশাসনসহ সরকারের সংশ্লিষ্ট মহলের প্রতি আহবান জানান।
এসময় প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মান্নান, প্রচার সম্পাদক আব্দুর রশিদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আফ্রাতুল করীম রিমু, সমাজ কল্যাণ সম্পাদক ওমর ফারুক, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক রবিউল হোসেন সবুজ, পাঠাগার সম্পাদক কামরুজ্জামান ভূঁইয়া রিয়াদ, সদস্য নুর আলম মানিক, খোরশেদ আলম, সৌরভ হোসেন, রিয়াদ হোসেন, আব্দুল মান্নান মজুমদার, পেয়ার আহমদ, আলমগীর হোসেন, সাদ্দাম হোসেন, আহসান হাবীবসহ অন্যান্য সদস্যবৃন্দ। মানববন্ধনে বিভিন্ন পেশার লোকজন একাত্মতা পোষণ করেন।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments