মশিউর রহমান সেলিম, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার লাকসাম পৌর শহরের ৯ ওয়ার্ড সাতবাড়িয়া গ্রামে একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নীকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৫৫লাখ টাকার প্লাস্টিক মালামালসহ কোটি টাকার ক্ষতি হয় বলে জানিয়েছে কতৃপক্ষ। প্রাথমিকভাবে বিদুৎতের সর্টসার্কিট থেকে ও অগ্নীকান্ডের সুত্রপাত বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, রবিবার (৯আগষ্ট) রাত পৌনে ১২টার দিকে হঠাৎ করে প্লাস্টিক কারখানায় অফিস ও গুদামে আগুনের কালো ধোঁয়া দেখতে পেয়ে এলকার লোকজন কারখানার মালিক, পুলিশ, দমকল বাহিনী ও সেনা ক্যাম্পে খবর দেয়। কিন্তু ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে আসতে আসতে সব কিছু জ¦লে পুড়ে ছাঁই হয়ে যায়। স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীদের আধা ঘন্টা চেষ্টায় প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রনে আনে। এ কারখানায় তখন কোন লোকজন ছিলো না এবং কারখানাটি বন্ধ ছিলো।
প্লাস্টিক কারখানায় মালিক নুর আলম জানায়, কি থেকে কি হয়ে গেলো জানিনা। আমার শেষ সম্ভল এ প্লাস্টিক কারখানা। এটা নিয়ে কোন রকমে জীবন যাপন করছি। আজ আগুনে পুড়ে সব কিছু শেষ। আমি এখন সর্বশান্ত হয়ে পড়েছি। এ অগ্নিকান্ডে প্রায় কোটি টাকার সম্পদ ক্ষতিগস্থ হয়েছে আমার।
ফায়ার সার্ভিস কর্মীরা জানায়, প্লাস্টিক কারখানার অগ্নীকান্ডের খবর শুনে তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌছে স্থানীয় লোকজনের সাথে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালাই। দীর্ঘ আধা ঘন্টা চেষ্টায় পর আগুন নিয়ন্ত্রেনে আসে। ততক্ষনে ওই কারখানার সব কিছুই পুড়ে শেষ।
ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৭০/৮৫ লাখ টাকা হতে পারে। বিদুৎ সর্টসার্কিট থেকে এ অগ্নীকান্ডের সুত্রপাত হতে পারেও বলে ধারনা করা হচ্ছে। ঘটনার তদন্তের পর বাকী বিষয়ে জানা যাবে।


