Friday, December 5, 2025
Google search engine
Homeরাজনীতিমনোহরগঞ্জে জুলাই বিপ্লবের রচনা প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

মনোহরগঞ্জে জুলাই বিপ্লবের রচনা প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

নিজস্ব সংবাদদাতা:

কুমিল্লার মনোহরগঞ্জে জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকাল ১০টায় স্থানীয় খিলা আজিজ উল্লাহ উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মনোহরগঞ্জ উপজেলা (পূর্ব) সভাপতি রবিউল হোসেন বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জুলাই-আগস্ট বিপ্লব ছিলো বাংলাদেশের জন্য একটি স্মরণীয় ঘটনা।

আমরা আজ ঐ বিপ্লবে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের সুস্থতা কামনা করছি। তিনি বলেন, শিক্ষার্থীদের সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলে বাংলাদেশের সেবা ও নেতৃত্ব দিতে হবে। মাসটিকে ও বিপ্লবকে স্মরণীয় রাখতে আজকের এ আয়োজন।

ইসলামী ছাত্রশিবির খিলা ইউনিয়নের উদ্যোগে জুলাই বিপ্লব-২০২৫ রচনা প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী খিলা ইউনিয়ন আমীর মাওলানা আব্দুর রহিম।

খিলা ইউনিয়ন ছাত্রশিবির সভাপতি শিহাবুল ইসলাম নাইমের সভাপতিত্বে ও জোবায়ের হোসেন ইস্তির পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জাহিদুল ইসলাম, খিলা ইউনিয়নের সাবেক সভাপতি জোবায়েদুল ইসলাম, ইয়াছিন আরাফাতসহ ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রতিযোগিতায় শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করে। পরে বিজয়ী ২৫ জন শিক্ষার্থীকে পুরষ্কার দেয়া হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments