Friday, December 5, 2025
Google search engine
Homeজাতীয়লাকসাম ৫শ তাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

লাকসাম ৫শ তাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি :

কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ ও বিজরা বাজারে দিনব্যাপী অবৈধভাবে গড়ে উঠা প্রায় ৫শতাধিক স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। বুধবার (২০ আগস্ট) লাকসাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন চাকমার নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এসময় বিজরা বাজারে প্রায় ২‘শ টি এবং মুদাফরগঞ্জ বাজারে প্রায় ৩‘শ টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন, লাকসাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাউছার হামিদ, লাকসাম থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা, সড়ক ‍ও জনপথ প্রকৌশলী মো. আদনান ইবনে হাসানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

অভিযানকালে ইউএনও কাউছার হামিদ সাংবাদিকদের বলেন, সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। সরকারি যায়গায় ইচ্ছেমতো দখল করা যাবেনা। এসব অবৈধ দোকানপাটের কারণে এ বাজারে প্রতিদিন যানজট লেগেই থাকে। যে যার মতো করে রাস্তাঘাট এবং জনসাধারণের চলাচলের পথ অবরুদ্ধ করে রেখেছে। ভবিষ্যতে কেউ পুনর্দখল করতে চাইলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা জানান, বিপুল পরিমাণ পুলিশ ও সেনা সদস্যের উপস্থিতিতে নির্বিঘ্নে অভিযান পরিচালনা করা হয়েছে। স্থানীয়দের সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তবে স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করে বলেন, রাজনৈতিক সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গেই এসব দোকান আবার পুনর্দখল হতে পারে। অন্যদিকে উচ্ছেদকৃত ব্যবসায়ীরা দাবি করেন, হঠাৎ উচ্ছেদে তারা বেকার হয়ে পড়েছেন, তাই তাদের পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments