গাজী আরমান : লাকসাম, কুমিল্লা | ২২ আগস্ট ২০২৫
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র লাকসাম পৌর শাখার দ্বিবার্ষিক সম্মেলন আজ বৃহস্পতিবার লাকসাম পৌরসভা অডিটোরিয়ামে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। “তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক – তারেক জিয়ার নেতৃত্বে” এই অঙ্গীকার নিয়ে দিনব্যাপী এ সম্মেলনে নেতাকর্মীদের মধ্যে ছিল উৎসাহ-উদ্দীপনা।
সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্পবিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির সভাপতি জনাব মো. আবুল কালাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জনাব মো. মোস্তাক মিয়া।
সম্মেলনের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব ও ছাত্রনেতা জনাব মো. আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম (ভিপি)।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জনাব মো. আবুল হাসেম মানু, যিনি দীর্ঘদিন ধরে লাকসাম বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব মো. গোলাম ফারুক।
সম্মেলনের শেষ ভাগে নতুন নেতৃত্ব নির্ধারণে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন জনাব আবুল হাসেম মানু ও জনাব মজির আহমেদ। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত ভোট গণনার কাজ চলমান থাকায় চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়নি।
এদিন লাকসামের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত কাউন্সিলর ও তৃণমূল নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল ছিল কানায় কানায় পূর্ণ। বক্তারা তাদের বক্তব্যে গণতন্ত্র পুনরুদ্ধার, দেশের বর্তমান সংকট নিরসন এবং বিএনপির নেতৃত্বে আন্দোলন জোরদারের আহ্বান জানান।
দলীয় নেতারা এই সম্মেলনকে বিএনপির পুনর্গঠন ও ভবিষ্যৎ রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন।


