দেবব্রত পাল বাপ্পী, লাকসাম:
কুমিল্লার লাকসামে সোমবার (২৫ আগষ্ট) বিকেলে লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে হল রুমে ১০ শ্রেনীর শিক্ষার্থীদের মানোন্নয়ন ও অভিভাবকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলীপ কুমার ভৌমিক এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোঃ নিজাম উদ্দিন, বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রসরাজ সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ ও গন্যমান্য ব্যাক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন বিদ্যালয়ের সিঃ শিক্ষক মহসিন খাঁন।
প্রধান অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাসির উদ্দিন তার বক্তব্যে বলেন, পড়ালেখার বিকল্প নেই। তোমরা যারা ১০ শ্রেণীতে পড়ছ শিক্ষার মানোন্নয়নের জন্য তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। বর্তমানে মোবাইল নেশার ফলে সকল শিক্ষার্থীরা ফলাফল বিপর্যয় হচ্ছে। আমি তোমাদের ভালোর জন্য বলছি তোমরা
মোবাইল ফোন ব্যবহার না করে পড়ালেখায় মনোযোগী হও তাহলে তোমাদের জীবন ভাল ভাবে গড়তে পারবে। তাই অভিভাবকদের বলছি আপনারা আপনাদের মেয়ের পড়ালেখার দিকে ভালো নজর দিন।


