Friday, December 5, 2025
Google search engine
Homeজাতীয়লাকসামে সৎ পিতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে সংবাদ সম্মেলন

লাকসামে সৎ পিতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে সংবাদ সম্মেলন

লাকসাম (কুমিল্লা)সংবাদদাতা

কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশনের ইঞ্জিনিয়ারিং কলোনীতে এক কিশোরী তার সৎ পিতার বিরুদ্বে ধর্ষণের অভিযোগ এনে ন্যায় বিচারের দাবিতে লাকসাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী জানান, গত এসএসসি পরীক্ষার পর বাসায় থাকার থাকার সুবাদে সৎ পিতা নূরে আলম মীর জিকু (৩৬) প্রায়ই তার গায়ে হাত দিয়ে অসংলগ্ন আচরণ করতেন । এক পর্যায়ে গত ২৭ আগষ্ট রাতে তাকে কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন তিনি।

ভুক্তভোগী আরো জানান, তাকে নিজের পিতার মতো সম্মান করতাম তার এ ধরনের আচরণ আমাকে ভীষণ মানসিক কষ্ট দিয়েছে। আমি এর ন্যায়বিচার চাই।”

তিনি আরও জানান, সর্বশেষ ২৮ আগস্ট সকালে অভিযুক্ত আবারও তাকে ধর্ষণের উদ্দেশ্য জড়িয়ে ধরলে, ঘটনাটি তার মা দেখে প্রতিবাদ করলে তার মা নাজমা বেগমকে শারীরিক নির্যাতন করে ঘর থেকে বের হয়ে যায়। বিভিন্ন সময়ে এপর্যন্ত ৭ বারের মতো ধর্ষণে স্বীকার হয়েছেন বলে ভুক্তভোগী জানান।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর মা নাজমা আক্তার রুমা বলেন, “একজন মা হিসেবে নিজের চোখে মেয়ের প্রতি অন্যায় আচরণ সহ্য করতে পারিনি। সঠিক বিচার চাই এবং সমাজের সচেতন মানুষদেরও পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।তিনি আরো জানান, লাকসাম থানায় একটি ধর্ষন মামলা দায়ের করায় বর্তমানে মামলা তুলে নিতে হুমকি ধামকি দেয়া হচ্ছে বলেও তিনি জানান।

এ বিষয়ে লাকসাম থানার তদন্ত কর্মকর্তা এস এম আরিফুর রহমান বলেন, “ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আসামিকে কোর্টে চালান করা হয়েছে। পুলিশের আবেদনের ভিত্তিতে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে, রিমান্ডের আজ ২য় দিন বলে জানান তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments