সৈয়দ মুজিবুর রহমান দুলাল, লাকসাম.
কুমিল্লার লাকসাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাউছার হামিদের ষড়যন্ত্রমূলক বদলির আদেশ বাতিলের দাবিতে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দ্বিতীয় দিনেও মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশে উত্তাল ছিলো লাকসাম।
ইউএনও’র বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক বদলির আদেশ বাতিলের দাবিতে তিনদিনের আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনকারীরা। ওইদিন দুপুরে ইউএনও’র বদলির আদেশ বাতিলের দাবিতে কুমিল্লা জেলা প্রশাসকের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
এই ব্যাপারে কুমিল্লা জেলা প্রশাসকের সঙ্গে কথা বলতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এদিকে ষড়যন্ত্রমূলক ওই বদলির আদেশ বাতিলের দাবিতে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকেই লাকসামের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠণ, পেশাজীবী সংগঠন, নাগরিক সমাজ, তৃতীয় লিঙ্গের লোকজনসহ সর্বস্তরের ছাত্র-জনতা মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও মিছিল অব্যাহত রেখেছে।
ওইদিন সকালে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম হাউজিং এস্টেট জামে মসজিদ প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালন করে তাঁরা। মানববন্ধন শেষে পৃথক পৃথক ভাবে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলগুলো লাকসাম পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ’র আলিয়া মাদরাসা সম্পাদক রশীদ আহমাদ রায়হানের সঞ্চালনায়, সমাবেশে বক্তব্য রাখেন, লাকসাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আল শারাহ, সাবেক সভাপতি মো. আবদুল কুদ্দুস, খুন্তা ফাউন্ডেশনের প্রতিনিধি মোহাম্মদ শাহ্ নূর রনি, উপজেলা যুব অধিকার পরিষদের সদস্য সচিব আল আমিন, স্টুডেন্ট প্রতিনিধি সাইফ উদ্দীন মজুমদার, নারী উদ্যোক্তা হাজেরা কুদ্দুস রূপা, সিঁতোরিয়ো কারাতে প্রশিক্ষক হারুন অর রশিদ সুমন, স্টুডেন্ট কমিউনিটি সদস্য আয়না মতি মুক্তা, স্বপ্নচূড়া ফাউন্ডেশনের সদস্য মিস সাথী, মানবতার তরে মানবপ্রেমী সংগঠনের দপ্তর সম্পাদক জান্নাতুল ফেরদাউস স্মৃতি প্রমুখ।
এ ছাড়াও সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সেলিম চৌধুরী হিরা, মানবতার তরে মানবপ্রেমী সংগঠনের সাধারণ সম্পাদক সালাহুদ্দীন সিহাব, ছাত্র প্রতিনিধি মো. নাজমুল ইসলাম, স্মাইল ফাউন্ডেশনের প্রতিনিধি সোলাইমান আশিক, স্টুডেন্ট কমিউনিটির সদস্য মিনহাজুর রহমান, আলতাফিয়া ফাউন্ডেশনের প্রতিনিধি মাওলানা জাকির হোসাইন, লাকসাম সিটি রানার গ্রুপের সমাজ কল্যাণ সম্পাদক মো. আমজাদ হোসেন, বিডি ক্লিন লাকসাম টিমের প্রতিনিধি রাকিবুল ইসলাম রিফাতসহ শিক্ষক প্রতিনিধি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক মো. আবদুল কুদ্দুস বলেন, ইউএনও কাউছার হামিদ লাকসামে যোগদানের পর থেকেই অবৈধভাবে পুকুর ও জলাশয় ভরাট বন্ধ করা, নদী-খাল দখল ও দূষণ মুক্তকরণ, সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, নবাব ফয়জুন্নেছা চৌধুরীরানী জাদুঘরের গেইট দখলের বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহণসহ নানাহ রকম অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার রয়েছেন। ফলে একটি স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্র করে ইউএনও কাউছার হামিদকে লাকসাম থেকে অন্যত্রে বদলির ষড়যন্ত্রে মেতে ওঠেন।
তিনি বলেন, লাকসামবাসী এই বদলির আদেশ কোনোভাবেই মেনে নিবে না। অবিলম্বে এই ষড়যন্ত্রমূলক বদলির আদেশ বাতিল করতে হবে।” অন্যথায় কঠোর কর্মসূচি গ্রহণ করতে আমরা বাধ্য হবো।


