নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার-০৩ (সদর-রামু) আসনের সাবেক সংসদ সদস্য, আলোচিত পার্লামেন্টারিয়ান এডভোকেট মোহাম্মদ খালেকুজ্জামান স্মরণে ‘এডভোকেট খালেকুজ্জামান স্মৃতি বিতর্ক প্রতিযোগিতা-২০২৫’কে সামনে রেখে শিক্ষার্থীদের জন্য বিতর্ক কর্মশালার দ্বিতীয় পর্ব শেষে হয়েছে। কর্মশালার এই পর্বে ঈদগাঁও উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এডভোকেট খালেকুজ্জামান স্মৃতি পরিষদ এই প্রতিযোগিতা ও কর্মশালার আয়োজন করছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, সাবেক সংসদ সদস্য এডভোকেট মোহাম্মদ খালেকুজ্জামানের শাহাদত বার্ষিকীকে সামনে রেখে তিনটি গ্রুপে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। প্রতিযোগিতার আগে অংশগ্রহণকারিদের প্রশিক্ষিত করতে সংসদীয় আসনের তিন উপজেলা ও কক্সবাজার পৌরসভার শিক্ষার্থীদের বিতর্ক কর্মশালায় নিয়ে আসা হয়েছে।
সুত্র মতে, কর্মশালার দ্বিতীয় পর্বে রোববার ঈদগাঁহ রশিদ আহমেদ কলেজ মিলনায়তনে ঈদগাঁও উপজেলার ১3টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩9 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। কর্মশালায় তাদের প্রশিক্ষণ দেন ঢাকা বিশ্ববিদ্যায় ডিবেটিং সোসাইটির প্রশিক্ষণ ও লিয়াঁজো সম্পাদক মাহিম পারভেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির উপ-দফতর সম্পাদক বিতার্কিক রিদওয়ান মুহসিন। কর্মশালার দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন ঈদগাহ রশিদ আহমেদ কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দিন। এতে প্রধান অতিথি ছিলেন ঈদগাহ রশিদ আহমেদ কলেজের বর্তমান অধ্যক্ষ ফজলুল হক। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সাবেক সদস্য জানে আলম। কর্মশালা উপস্থাপনা করেন আবু বকর ছিদ্দিক।


