Friday, December 5, 2025
Google search engine
Homeজাতীয়পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

পিরোজপুর প্রতিনিধি:
বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের অনুকূলে আর্থিক সহায়তা চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর ২০২৫) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান আয়োজনে ছিল বিআরটিএ পিরোজপুর সার্কেল এবং সহযোগিতায় জেলা প্রশাসন, পিরোজপুর।
এ সময় পিরোজপুর জেলার পাঁচজন ও ঝালকাঠি জেলার নয়জন ভুক্তভোগী পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে ভুক্তভোগী পরিবারের সদস্য ছাড়াও স্থানীয় বাস মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা সড়ক দুর্ঘটনার নানান কারণ এবং তা কমিয়ে আনার উপায় নিয়ে আলোচনা করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “অনেকেই সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হলেও সরকারের আর্থিক সহায়তার বিষয়টি জানেন না। তাই এ বিষয়ে ব্যাপক প্রচারণা চালানো জরুরি।”
তিনি আরও জানান, দুর্ঘটনা কমিয়ে আনতে সরকার নানান পদক্ষেপ গ্রহণ করেছে, যা সঠিকভাবে বাস্তবায়ন হলে দুর্ঘটনা হ্রাস পাবে।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments