দেবব্রত পাল বাপ্পী, লাকসাম:
‘‘নমো বুদ্ধায়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার লাকসামে প্রতিবছরের ন্যায় ঐতিহ্যবাহী কোঁয়ার ইন্দ্রধাম বৌদ্ধ বিহারে বুধবার (২৯ অক্টোবর) বিকেলে পবিত্র দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও বৌদ্ধ ও ধর্মীয় মহা সম্মেলণ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
মন্দির সূত্রে জানা যায়, বর্ষ পরিক্রমায় আমাদের মাঝে নব বারতায় ফিরে আসে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান জাতীয় ধর্মীয় উৎসব, পবিত্র বর্সাব্রতের শুদ্ধতম চেতনায় আমাদের ধর্মীয় উৎসব পবিত্র চীবনদানোৎসব অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা ভারপ্রাপ্ত সভাপতি সদ্ধর্মবারিধি প্রিয়ানন্দ মহাথের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা ভারপ্রাপ্ত সহ সভাপতি বিনয় পাল মহাথের। প্রধান জ্ঞাতি কর্মবীর দেবমিত্র মহাথের, প্রধান সদ্ধর্মদেশক সদ্ধর্মকোবিদ এস. লোকজিৎ মহাথের, মূখ্য আলোচক ড. বুদ্ধপাল মহাথের, সাধনপ্রিয় মহাথের, ধর্মানন্দ থের, ধর্মপাল থের, রতনজ্যোতি ভিক্ষু, কুমিল্লা-নোয়াখালী বুড্ডিস্ট ওয়েলফেয়ার সোসাইটি সভাপতি রাহুল চন্দ্র সিংহ, ধন্যবাদ জ্ঞাপন বাবু বিজয় সিংহ (সর্দার)।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপন পরিষদের সভাপতি শাক্যমিত্র সিংহ, প্রধান সমন্বয়ক সাব ইন্সপেক্টর দিপক সিংহ, সাধারণ সম্পাদক প্রভাত সিংহ সহ দায়ক-দায়িকা বৃন্দ।


