Wednesday, December 10, 2025
Google search engine
Homeরাজনীতিবরিশাল কাশিপুরে বিএনপি নেতার হামলায় জামায়তকর্মী গুরুতর জখম

বরিশাল কাশিপুরে বিএনপি নেতার হামলায় জামায়তকর্মী গুরুতর জখম

নিজস্ব প্রতিবেদকঃ
বরিশাল নগরীর ২৯ নং ওয়ার্ড কাশিপুর এলাকায় সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা শহীদ এর নেতৃত্বে জামায়তের এক কর্মীকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। ৮ ডিসেম্বর সোমবার সকাল সাড়ে দশটার দিকে কাশিপুর হাই স্কুলের সামনের বাজারে বসে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত জামায়াত কর্মীর নাম জাহের হোসেন (৪০)। তিনি ২৯ নং ওয়ার্ড এলাকার মৃত আলী আহমেদ খানের ছেলে ও কাশিপুর হাইস্কুল অ্যান্ড কলেজ জামায়াতের ইউনিট সভাপতি। পরে স্থানীয়রা আহতকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি করে।

হামলায় নেতৃত্ব দিয়েছে সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা শহীদ, আব্দুল জলিল, মহিউদ্দিন, রানা সহ আরো ৮/১০ জন । তারা জাহের হোসেনকে লাঠি ও ইট দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে।

ভুক্তভোগী জাহের হোসেন সাংবাদিকদের জানান, কাশিপুর হাইস্কুল বাজারে মেহেন্দিগঞ্জ ড্রাগস হাইজ থেকে সাবেক কাউন্সিলর শহীদ এর অটোচালক হারুন বাকিতে ঔষধ নেয়।

বাকিতে ঔষধ নেওয়ার দীর্ঘদিন হয়ে গেলও হারুন তা পরিশোধ করে না। এ নিয়ে গতকাল ঔষধ দোকানের মালিক পলাশ ও হারুনের কথা কাটাকাটি হলে পলাশ হারুনকে একটি থাপ্পড় মারে।

এ নিয়ে আজ সকালে হোবা ট্রেডার্সে বসে সাবেক কাউন্সিলর শহিদ সহ তার লোকজন নিয়ে বাজার কমিটির ক্যাশিয়ার আলমের সাথে এ বিষয়ে আলাপ করে। তখন উপস্থিত ব্যবসায়ী জাহের হোসেন বলের, হারুন বাকি খেয়ে টাকা দেয় না। উভয়ের দোষ আছে, ছোট্ট বিষয় নিয়ে মারামারি না করাই ভালো। এই কথার জেরে জাহেরকে জামাতের লোক আখ্যা দিয়ে লাঠি দিয়ে দুই দফায় পিটিয়ে গুরুত্বর জখম করে। পরে স্থানীয়রা আহত কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে ভুক্তভোগীর পরিবার জানিয়েছে, মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments