Wednesday, December 10, 2025
Google search engine
Homeরাজধানীবরিশালে ফুলেল শুভেচ্ছায় সিক্ত সাংবাদিক নেতা মনজুর হোসেন

বরিশালে ফুলেল শুভেচ্ছায় সিক্ত সাংবাদিক নেতা মনজুর হোসেন

নিজস্ব প্রতিবেদক:
বরিশালে জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন বরিশালের কৃতি সন্তান ও সংস্থার কেন্দ্রীয় নীতিনির্ধারনী পরিষদের সদস্য মুহম্মদ মঞ্জুর হোসেন। ৬ ডিসেম্বর শনিবার বেলা ১১টায় জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলা শাখার আয়োজনে এই অভ্যর্থনা জানানো হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার নীতিনির্ধারনী পরিষদের সদস্য সচিব আবুল বাশার মজুমদার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ সভাপতি ও বরিশাল জেলা সভাপতি এমআর প্রিন্স, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও দৈনিক বর্তমান’র ব্যুরো চিফ মোঃ মামুন-অর-রশিদ, দপ্তর সচিব রাব্বি মোল্লা, প্রচার সচিব মোঃ জাফরুল্লাহ, বরিশাল জেলা সেক্রেটারি আরিফুর রহমান, অর্থ সম্পাদক আতিক চৌধুরি, বকেরগঞ্জ উপজেলা শাখা সেক্রেটারি রবিউল ইসলাম।
এ সময় দৈনিক ভোরের আকাশ’র জেলা প্রতিনিধি মাসুদ রানা, বরিশাল বাণী’র বার্তা সম্পাদক এম সাইফুল, দৈনিক কলমের কন্ঠের যুগ্ম বার্তা সম্পাদক রাজিব খান, সাংবাদিক ফিরোজ হাওলাদার উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা মরহুম আলতাফ হোসেনের সুযোগ্য পুত্র মুহম্মদ মঞ্জুর হোসেন। তিনি বর্তমানে জাতীয় সাংবাদিক সংস্থা পরিচালনা করছেন। তার বলিষ্ঠ নেতৃত্বে দেশ বিদেশে সাংবাদিক সংস্থার সুনাম ছড়িয়ে পড়ছে। দেশব্যাপী বিভিন্ন শাখা উপশাখায় তিনি সফর করে শ্রম দিচ্ছেন।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments