লাকসাম(কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে লাকসাম উপজেলার ৪নং কান্দিরপাড় ইউনিয়নে এক বিশাল নির্বাচনী সমাবেশ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের অশ্বতলা প্রাথমিক স্কুল মাঠ প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
৪নং কান্দিরপাড় ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ মাওলানা আবু হানিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. সৈয়দ এ কে এম সরোয়ার উদ্দিন ছিদ্দিকী।
উক্ত নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য রাখেন এডভোকেট বদিউল আলম সুজন, লাকসাম পৌরসভা জামায়াতের আমির জয়নাল আবেদীন পাটোয়ারী, লাকসাম উপজেলা আমির হাফেজ মাওলানা জহিরুল ইসলাম এবং লাকসাম উপজেলা সেক্রেটারি জোবায়ের ফয়সাল প্রমুখ।
নির্বাচনী সমাবেশ ও উঠান বৈঠকে কান্দিরপাড় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সর্বস্তরের মানুষের ঢল নামে। এলাকার তরুণ, যুবক ও প্রবীণসহ সকল বয়সের মানুষের উপস্থিতিতে অশ্বতলা প্রাইমারি স্কুল মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। বক্তারা তাদের বক্তব্যে আগামী দিনের রাষ্ট্রগঠন ও স্থানীয় উন্নয়নে জামায়াতে ইসলামীর বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন। লাকসামে জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশ ও উঠান বৈঠক অনুষ্ঠিত।


