মশিউর রহমান সেলিম, লাকসাম, কুমিল্লা:
কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক, চৈতী গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক, সামাজিক ব্যাক্তিত্ব ও কুমিল্লা-৯ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী শিল্পপতি আবুল কালাম বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে, সকল সেক্টরে বড় ধরনের সংস্কার ও উন্নয়ন করা হবে। দীর্ঘ ১৬ বছর আওয়ামী ফ্যাসীবাদ ক্ষমতায় থেকে উন্নয়নের নামে দেশকে ধ্বংস করে দিয়েছে। দেশের অর্থ বিদেশে পাচার করেছে। ভেঙ্গে পড়া দেশটাকে সংস্কার করতে নির্বাচিত সরকার দরকার। আমাদের নেতা তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারে ৩১ দফা ঘোষনায় জনগণের সকল অধিকারের দাবী পূরনের কথা তুলে ধরা হয়েছে।
দেশে বর্তমানে একটু সুষ্ঠ্য ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে।
তিনি সোমবার সকালে লাকসাম উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন পত্র জমা শেষে স্থানীয় সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংয়ে আরও বলেন, ৫ আগষ্ট ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে বিজয়ের মাধ্যমে আমরা নতুন ভাবে স্বাধীনতা পেলেও এখনও আমাদের দেশের বিরুদ্ধে দেশী-বিদেশী চক্রান্ত থেমে নেই। পতিত আওয়ামী স্বৈরাচারী সরকারের বিগত ১৬ বছরের দূর্ভিসহ শাসন আমলে মানুষের সকল অধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রকে কবরস্থ করা হয়েছিলো। দেশের মানুষ তাদের সকল অধিকার হারিয়ে ফেলেছিলো। আমরা সকলে ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্রকারীরা কখনই সফল হবে না।
এসময় বিএনপি নেতা ডাঃ নূর উল্যাহ রায়হান, আব্দুর রহমান বাদল, আলহাজ¦ মজির আহমেদ, গোলাম ফারুক ও শাহ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।


