বরিশাল সদর উপজেলার চরকাউয়া বিলের পোলসংলগ্ন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খননকৃত স্বর্ণিভর খালের প্রবেশমুখ দখল করে প্রায় ৭ বছর আগে স্থাপনা নির্মাণ করেন ওই এলাকার আওয়ামী লীগ নেতা নান্নু কাজী। এর ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়ে খালটি ভরাট হয়ে যায়।
এতে থেমে যায় ওই এলাকার প্রায় আড়াই হাজার একর ফসলি জমির চাষাবাদ। স্থানীয় এলাকাবাসীর দাবি, দ্রুত খালের মধ্যে নির্মিত অবৈধ স্থাপনা অপসারণ করে খালটির খনন কাজ সম্পূর্ণ করা হোক। এ বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় চাষিরা।
প্রসঙ্গত, সম্প্রতি বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)-এর বরিশাল, ভোলা, ঝালকাঠি ও পিরোজপুর জেলা সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় বরিশালের চরকাউয়ার স্বনির্ভর খালের ২ কিলোমিটার অংশ পুনঃখনন কাজ চলমান রয়েছে।


