Wednesday, January 28, 2026
Google search engine
Homeরাজধানী২৪ জানুয়ারি  বেতাগী আস্তানা শরীফে লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির চট্টগ্রামের...

২৪ জানুয়ারি  বেতাগী আস্তানা শরীফে লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির চট্টগ্রামের বৃহত্তম বিনামূল্যে সমন্বিত মেডিকেল ক্যাম্প

মোহাম্মদ অহিদুর রহমানঃ
উপমহাদেশের বৃটিশ বিরোধী আন্দোলনের বীর পুরোধা ব্যাক্তিত্ব আধ্যাত্বিক সাধক   সৈয়দুল আযম আল্লামা হযরত ক্বারী হাকিম হাফেজ মুহাম্মদ বজলুর রহমান মোহাজেরে মক্কী (রহঃ) বার্ষিক পবিত্র ইছালে ছাওয়াব মাহফিল। বেতাগী রহমানিয়া জামেউল উলুম সিনিয়র মাদ্রাসার বার্ষিক সভা ও বেতাগী আনজুমানে রহমানিয়ার ৩৯ তম বার্ষিক সম্মেলন উপলক্ষে কর্মসূচীর অংশ হিসেবে ৫০ জন বিশেষজ্ঞ ডাক্তারের সমন্বয়ে চট্টগ্রামের নিয়মিত সর্ববৃহত্তম বিনামূল্যে সমন্বিত চিকিৎসা, চক্ষু, ডায়াবেটিক ও রক্তের গ্রুপ নির্ণয় ও খতনা ক্যাম্প আগামী ২৪ জানুয়ারি ২০২৬ শনিবার  সকাল  ৯টা হতে  ২টা পর্যন্ত রাঙ্গুনিয়া দরবার-এ বেতাগী আস্তানা শরীফে অনুষ্ঠিত হইবে ।
বিনামূল্যে আয়োজিত চিকিৎসা সেবা ক্যাম্পটি যৌথ ভাবে বাস্তবায়ন করছে বেতাগী আন্জুমানে রহমানিয়া, লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটি, ইন্টারন্যাশনাল ইয়ুথ চেইঞ্জমেকার- আইওয়াইসিএম, চট্টগ্রাম চ্যাপ্টার, হযরত শাহ্ জিল্লুর রহমান (রহ.) লায়ন্স আই সেন্টার  ও হযরত শাহ্ জিল্লুর রহমান (রহ.) ফাউন্ডেশন, কর্ণফূলী এক্স ক্যাডেট এসোসিয়েশ (কেকা)  ।
আর সার্বিক ভাবে সহযোগিতা করছে ডাঃ নুরুল ইসলাম মেমোরিয়াল ইনস্টিটিউট অব এপ্লাইড হেলথ সাইন্সেস হাসপাতাল (ইউএসটিসি) চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল , বেতাগী রহমানিয়া জামেউল উলুম মাদ্রাসা প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ ও  রহমানিয়া ইয়ুথ ফোরাম,  ট্রাভেল জোন ও বন্ধু ৯৯ ফাউন্ডেশন । বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে মেডিসিন, গাইনি, চক্ষু, চর্ম, শিশু, নাক, কান ও গলা, সার্জারী, অর্থোপেডিক, নেফ্রোলজী পেডিয়াট্রিক সার্জারী, কার্ডিওলর্জী চিকিৎসা প্রদান ও বিনামূল্যে খত্না করোনো হবে, পাশাপাশি কর্ণছেদন ও চিকিৎসকদের ব্যবস্থাপত্রের ভিত্তিতে বিনামূল্যে ঔষধ প্রদান করা হবে ।
চিকিৎসা সেবা ক্যাম্পটির বাস্তবায়নে সার্বিকভাবে তত্তাবধান করছেন বেতাগী আনজুমানে রহমানিয়া ও কেকা’র ভাইস প্রেসিডেন্ট, আইওয়াইসিএম চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি, আন্তর্জাতিক লায়ন্স জেলা ৩১৫ বি ৪, বাংলাদেশের  লিও জেলা ৩১৫বি ৪, বাংলাদেশ এর প্রাক্তন লিও জেলা সভাপতি লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান ।
লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির প্রেসিডেন্ট লায়ন শাহতাব উদ্দিন আহমেদ রিকো বেতাগীবাসী  ও আশে পাশের জনগণকে বিনামূল্যে এই চিকিৎসা সেবা গ্রহন করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়ছেন ।


RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments