সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সদর ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি কামাল মির্জার নেতৃত্বে ২০ নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) দলীয় সূত্র জানায়, দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা ও আদর্শিক সংকটের প্রেক্ষাপটে ইসলামী আন্দোলন বাংলাদেশের ২০ নেতাকর্মী সোমবার বিকালে দলীয় কার্যালয়ে আয়োজিত যোগদান অনুষ্ঠানে বেলকুচি উপজেলা জামায়াতের আমির আরিফুল ইসলাম সোহেলের কাছে সংগঠনের সমর্থক ফরম পূরণ করে জামায়াতে ইসলামীতে যোগ দেন।
এদের নেতৃত্ব দেন বেলকুচি সদর ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশের ইউনিয়ন সেক্রেটারি মো. কামাল মির্জা। ওয়ার্ড পর্যায়ের আরও ২০ জন নেতাকর্মী দলীয় পদ ত্যাগ করে জামায়াতে ইসলামীর সমর্থক ফরম পূরণ করেন।
নবযোগদানকারী কামাল মির্জা বলেন, দীর্ঘদিন সংগঠনের দায়িত্বে থাকার পর বাস্তব অভিজ্ঞতা থেকে উপলব্ধি করেছি—ইসলামী আদর্শ বাস্তবায়নে জামায়াতে ইসলামীই সবচেয়ে সুসংগঠিত, শৃঙ্খলাবদ্ধ ও আদর্শিক রাজনৈতিক প্ল্যাটফর্ম। তাই ব্যক্তিগত বিবেচনা ও দ্বীনি দায়িত্ববোধ থেকে আমি জামায়াতে ইসলামীতে যোগদান করেছি।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতের বেলকুচি উপজেলা আমির আরিফুল ইসলাম সোহেল, নায়েবে আমির অধ্যাপক নুরুন-নবী সরকার, সেক্রেটারি অধ্যাপক মাজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা মাহবুবুর রশিদ শামীমসহ অন্যান্য দলীয় নেতৃবৃন্দ।


