স্টাফ রিপোর্টার ॥
বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দল-এর ১ নং যুগ্ম আহ্বায়ক তারিক সুলাইমান এর নেতৃত্বে বরিশাল-৫ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী এ্যাড. মো: মজিবর রহমান সরোয়ারের পক্ষে ভোটারদের কাছে গিয়ে হ্যান্ড লিফলেট বিতরণ করে ভোট চেয়ে সংগঠনের নেতাকর্মীরা। বুধবার (২৮ জানুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করে বিএনপির পক্ষে ভোট চান তারা।
এ সময় উপস্থিত ছিলেন, মহানগর স্বেচ্ছাসেবক দল-এর যুগ্ম আহ্বায়ক মিলন চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য নাজমুস সাকিব, সাবেক সহ-সম্পাদক আবদুল্লাহ হিরু, জুলাই যোদ্ধা সানু আকন, নগরীর ৩ নং ওয়ার্ড সদস্য সচিব মো. মনির সরদার, ৩০ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা ঝন্টু হাওলাদার, ২৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা মো. ফোরকান, মো. লিটন, স্বেচ্ছাসেবক নেতা ইকবালসহ প্রায় শতাধিক কর্মী।
ভোটারদের উদ্দেশ্য করে তারিক সুলাইমান বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নারীদের উন্নয়নের পাশাপাশি দেশের মানুষদের জন্য সব সময় কাজ করে গেছেন। নেত্রীর মৃত্যুর শোককে শক্তিতে রূপান্তরিত করে আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থী এ্যাড. মো: মজিবর রহমান সরোয়ারের ভোট দিয়ে নির্বাচিত করতে হবে।


