মোহাম্মদ আহসান উল্লাহ, কুমিল্লা থেকে:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী প্রফেসর ড. গোলাম মোস্তফা লাঙল প্রতীক নিয়ে বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
দুই উপজেলার ভোটারদের মন জয়ে তিনি ভোর থেকে শুরু করে বিরামহীনভাবে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এর আগেও তিনি জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে এ আসনে একাধিকবার নির্বাচনে অংশগ্রহণ করেছেন।
২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) বিকেলে মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার বাজারে গণসংযোগকালে লাঙল প্রতীকের প্রার্থী প্রফেসর ড. গোলাম মোস্তফা বলেন, পল্লীবন্ধু সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ এদেশে উন্নয়নের রুপকার ছিলেন। পল্লীবন্ধু এরশাদের হাত ধরে এদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। পল্লীবন্ধু এরশাদের লাঙল প্রতীকে এবারও ভোট দিয়ে উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যহত রাখতে ১২ ফেব্রুয়ারি নির্বাচনে অংশগ্রহণের আহবান জানান তিনি।
তিনি বলেন, এবারের নির্বাচন হবে উৎসব মূখর। তাই সকলে ভোট কেন্দ্রে গিয়ে দেশের উন্নয়নে লাঙল প্রতীকে ভোট প্রদান করবেন। জাতীয় পার্টির লাঙল প্রতীকে ভোট দিলে এদেশের মানুষ শান্তি সুখে বসবাস কঢরবে ইনশাআল্লাহ।


